Chinese Fungus Detected: চিনকে এবার হাতেনাতে ধরল আমেরিকা..প্যাকেটে করে জীবাণু পাচার করছিল! FBI-এর হাতে চিনা গবেষক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জীবাণুটির নাম ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম৷। এটি এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস৷ মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এই প্যাথোজেনকে কৃষি সন্ত্রাসবাদের সম্ভাব্য অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে৷
advertisement
advertisement
advertisement
জীবাণুটির নাম ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম৷। এটি এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস৷ মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এই প্যাথোজেনকে কৃষি সন্ত্রাসবাদের সম্ভাব্য অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে৷ এই ছত্রাক ফসলে ‘হেড ব্লাইট’ নামের রোগ সৃষ্টি করে। যদি কোনও ভাবে এই ছত্রাক আমেরিকার ফসলে সংক্রমিত হয়, তাহলে কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে আমেরিকার৷ নষ্ট হয়ে যেতে পারে সব ফসল৷
advertisement
advertisement
এফবিআইয়ের অভিযোগ, চিনের ওই গবেষক জুনিয়ং লিউ (৩৪) ২০২৪ সালের জুলাই মাসে তাঁর বান্ধবী ইউনকিং জিয়ানের (৩৩) সাথে দেখা করার সময় ছত্রাকটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। লিউ স্বীকার করেছেন যে, তাঁর বান্ধবী মিশিগান বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষাগারে গবেষণা করছেন৷ সেখানেই তিনি ছত্রাকটি নিয়ে গবেষণা করতে যাচ্ছিলেন।
advertisement
advertisement
বিবৃতিতে, মার্কিন অ্যাটর্নি জেরোম এফ গর্গন জুনিয়র বলেছেন, ‘‘এই চিনা নাগরিকদের-যাঁদের মধ্যে চিনা কমিউনিস্ট পার্টির একজন অনুগত সদস্যও রয়েছেন - তারা যা করেছে তা জাতীয় নিরাপত্তার জন্য বিরাট উদ্বেগের বিষয়। এই দুই বিদেশির বিরুদ্ধে আমেরিকায় 'সম্ভাব্য কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র' হিসাবে পরিচিত একটি ছত্রাক পাচারের অভিযোগ আনা হয়েছে।’’
advertisement