Chinese Fungus Detected: চিনকে এবার হাতেনাতে ধরল আমেরিকা..প্যাকেটে করে জীবাণু পাচার করছিল! FBI-এর হাতে চিনা গবেষক

Last Updated:
জীবাণুটির নাম ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম৷। এটি এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস৷ মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এই প্যাথোজেনকে কৃষি সন্ত্রাসবাদের সম্ভাব্য অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে৷
1/9
আমেরিকা: একসঙ্গে চার-পাঁচটা প্যাকেট৷ সেই প্যাকেটে দেখা যাচ্ছে ছোট ছোট কালো মতো কী একটা জিনিস৷ কী এগুলো? জানতেই মাথা ঘুরে গেল আমেরিকার গোয়েন্দা কর্তাদের৷ তাহলে কি আবারও আমেরিকায় বায়ো টেররিজম ছড়ানোর মতলব করছিল চিন?
আমেরিকা: একসঙ্গে চার-পাঁচটা প্যাকেট৷ সেই প্যাকেটে দেখা যাচ্ছে ছোট ছোট কালো মতো কী একটা জিনিস৷ কী এগুলো? জানতেই মাথা ঘুরে গেল আমেরিকার গোয়েন্দা কর্তাদের৷ তাহলে কি আবারও আমেরিকায় বায়ো টেররিজম ছড়ানোর মতলব করছিল চিন?
advertisement
2/9
চিনের বায়ো টেররিজমের তত্ত্বে আবারও হয়ত পড়ছে সিলমোহর৷ এবার দুই চিনা নাগরিককে জৈবিক রোগজীবাণু পাচারের অভিযোগে গ্রেফতার করল এফবিআউই৷ কী ছিল ওই প্লাস্টিকের প্যাকেটগুলোতে জানেন?
চিনের বায়ো টেররিজমের তত্ত্বে আবারও হয়ত পড়ছে সিলমোহর৷ এবার দুই চিনা নাগরিককে জৈবিক রোগজীবাণু পাচারের অভিযোগে গ্রেফতার করল এফবিআউই৷ কী ছিল ওই প্লাস্টিকের প্যাকেটগুলোতে জানেন?
advertisement
3/9
সেই দুই চিনা নাগরিকের বিরুদ্ধে একটি বিপজ্জনক জৈবিক রোগজীবাণু মার্কিন যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ আনা হয়েছে। রয়টার্সের মতে, রোগজীবাণুটি আসলে কৃষি সন্ত্রাসবাদের (অ্যাগ্রো টেররিজমের ওয়েপন) অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারত।
সেই দুই চিনা নাগরিকের বিরুদ্ধে একটি বিপজ্জনক জৈবিক রোগজীবাণু মার্কিন যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ আনা হয়েছে। রয়টার্সের মতে, রোগজীবাণুটি আসলে কৃষি সন্ত্রাসবাদের (অ্যাগ্রো টেররিজমের ওয়েপন) অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারত।
advertisement
4/9
জীবাণুটির নাম ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম৷। এটি এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস৷ মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এই প্যাথোজেনকে কৃষি সন্ত্রাসবাদের সম্ভাব্য অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে৷ এই ছত্রাক ফসলে ‘হেড ব্লাইট’ নামের রোগ সৃষ্টি করে। যদি কোনও ভাবে এই ছত্রাক আমেরিকার ফসলে সংক্রমিত হয়, তাহলে কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে আমেরিকার৷ নষ্ট হয়ে যেতে পারে সব ফসল৷
জীবাণুটির নাম ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম৷। এটি এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস৷ মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এই প্যাথোজেনকে কৃষি সন্ত্রাসবাদের সম্ভাব্য অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে৷ এই ছত্রাক ফসলে ‘হেড ব্লাইট’ নামের রোগ সৃষ্টি করে। যদি কোনও ভাবে এই ছত্রাক আমেরিকার ফসলে সংক্রমিত হয়, তাহলে কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে আমেরিকার৷ নষ্ট হয়ে যেতে পারে সব ফসল৷
advertisement
5/9
ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম নামের এই ছত্রাক মানুষ ও গবাদি পশুর মধ্যে বমি, লিভারের ক্ষতি এবং প্রজনন সমস্যা সৃষ্টি করে।
ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম নামের এই ছত্রাক মানুষ ও গবাদি পশুর মধ্যে বমি, লিভারের ক্ষতি এবং প্রজনন সমস্যা সৃষ্টি করে।
advertisement
6/9
এফবিআইয়ের অভিযোগ, চিনের ওই গবেষক জুনিয়ং লিউ (৩৪) ২০২৪ সালের জুলাই মাসে তাঁর বান্ধবী ইউনকিং জিয়ানের (৩৩) সাথে দেখা করার সময় ছত্রাকটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। লিউ স্বীকার করেছেন যে, তাঁর বান্ধবী মিশিগান বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষাগারে গবেষণা করছেন৷ সেখানেই তিনি ছত্রাকটি নিয়ে গবেষণা করতে যাচ্ছিলেন।
এফবিআইয়ের অভিযোগ, চিনের ওই গবেষক জুনিয়ং লিউ (৩৪) ২০২৪ সালের জুলাই মাসে তাঁর বান্ধবী ইউনকিং জিয়ানের (৩৩) সাথে দেখা করার সময় ছত্রাকটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। লিউ স্বীকার করেছেন যে, তাঁর বান্ধবী মিশিগান বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষাগারে গবেষণা করছেন৷ সেখানেই তিনি ছত্রাকটি নিয়ে গবেষণা করতে যাচ্ছিলেন।
advertisement
7/9
এই রোগজীবাণু নিয়ে কাজ করার জন্য জিয়ান চিনা সরকারের থেকে টাকাও পেত। তার ইলেকট্রনিক ডিভাইসে চিনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সঙ্গে তাঁর যোগাযোগের তথ্যও রয়েছে।
এই রোগজীবাণু নিয়ে কাজ করার জন্য জিয়ান চিনা সরকারের থেকে টাকাও পেত। তার ইলেকট্রনিক ডিভাইসে চিনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সঙ্গে তাঁর যোগাযোগের তথ্যও রয়েছে।
advertisement
8/9
বিবৃতিতে, মার্কিন অ্যাটর্নি জেরোম এফ গর্গন জুনিয়র বলেছেন, ‘‘এই চিনা নাগরিকদের-যাঁদের মধ্যে চিনা কমিউনিস্ট পার্টির একজন অনুগত সদস্যও রয়েছেন - তারা যা করেছে তা জাতীয় নিরাপত্তার জন্য বিরাট উদ্বেগের বিষয়। এই দুই বিদেশির বিরুদ্ধে আমেরিকায় 'সম্ভাব্য কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র' হিসাবে পরিচিত একটি ছত্রাক পাচারের অভিযোগ আনা হয়েছে।’’
বিবৃতিতে, মার্কিন অ্যাটর্নি জেরোম এফ গর্গন জুনিয়র বলেছেন, ‘‘এই চিনা নাগরিকদের-যাঁদের মধ্যে চিনা কমিউনিস্ট পার্টির একজন অনুগত সদস্যও রয়েছেন - তারা যা করেছে তা জাতীয় নিরাপত্তার জন্য বিরাট উদ্বেগের বিষয়। এই দুই বিদেশির বিরুদ্ধে আমেরিকায় 'সম্ভাব্য কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র' হিসাবে পরিচিত একটি ছত্রাক পাচারের অভিযোগ আনা হয়েছে।’’
advertisement
9/9
 এফবিআই পরিচালক কাশ প্যাটেল এই ঘটনা সম্পর্কে লেখেন, ‘‘চিনা কমিউনিস্ট পার্টি আমেরিকান প্রতিষ্ঠানগুলিতে ঢোকার চেষ্টা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্য সরবরাহকে টার্গেট করে কর্মী এবং গবেষকদের মোতায়েন করার ষড়যন্ত্র করেছে৷
এফবিআই পরিচালক কাশ প্যাটেল এই ঘটনা সম্পর্কে লেখেন, ‘‘চিনা কমিউনিস্ট পার্টি আমেরিকান প্রতিষ্ঠানগুলিতে ঢোকার চেষ্টা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্য সরবরাহকে টার্গেট করে কর্মী এবং গবেষকদের মোতায়েন করার ষড়যন্ত্র করেছে৷
advertisement
advertisement
advertisement