IIT কানপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধল ICMR, এ বার ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা!

Last Updated:

শর্তসাপেক্ষে ICMR-কে অনুমোদন দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।

IIT কানপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধল ICMR, এবার ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা!
IIT কানপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধল ICMR, এবার ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা!
#নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউতে কার্যত ধুঁকছে দেশ। ৩ লক্ষের মাইলস্টোন ছুঁয়েছে দৈনিক সংক্রমণ। অক্সিজেনের ঘাটতি, হাসপাতালে বেডের সমস্যা-সহ একাধিক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন মানুষজন। বাড়ছে মৃত্যুর হার। এই পরিস্থিতিতে এক অভিনব পদক্ষেপের দিকে এগোচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (Indian Council of Medical Research)। IIT কানপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধে কোভিড ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট সংস্থা। ইতিমধ্যেই এ নিয়ে জোরকদমে কাজ শুরু হয়েছে।
সম্প্রতি এক বিবৃতিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শর্তসাপেক্ষে ICMR-কে অনুমোদন দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। এক্ষেত্রে IIT কানপুরের সঙ্গে যৌথ উদ্যোগে অভিনব পদ্ধতিতে ভ্যাকসিন সরবরাহ করা হবে। আর এই ভ্যাকসিন সরবরাহ করতে ব্যবহার করা হবে ড্রোন। এই অনুমোদনের মেয়াদ প্রায় এক বছর। শর্তসাপেক্ষে ড্রোনের ব্যবহারের ক্ষেত্রে নগর নিগম দেরাদুন, হলদোয়ানি (Haldwani), হরিদ্বার (Haridwar) ও রুদ্রপুর (Rudrapur) ক্যাম্পকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সংস্থাগুলি GIS নির্ভর ডেটাবেস তৈরি করে পুরো পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
advertisement
এর পাশাপাশি অন্য একটি কারণে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে (West Central Railway) কোটা ও কাটনি জাংশনেও ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এক্ষেত্রে দুর্ঘটনা, রেলের সম্পত্তির উপর নজরদারি চালাতেই ড্রোনের ব্যবহার করা হবে। মানুষজনের নিরাপত্তা ও রেলের সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে, বলে জানাচ্ছে মন্ত্রক। একই সঙ্গে, শর্তসাপেক্ষে ড্রোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বেদান্ত লিমিটেডকে (Vedanta Limited)। ২০২২ সালের ৮ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে এই চুক্তি। মন্ত্রকের কড়া বার্তা, সমস্ত শর্ত মেনে চললেই বজায় থাকবে চুক্তি। অন্যথা বাতিল করা হবে অনুমোদন।
advertisement
advertisement
তবে এই সমস্ত কিছুর মাঝে ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের কথায়, বর্তমানে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। দেশকে বাঁচাতে এই ধরনের অভিনব পদক্ষেপকে সর্বদা স্বাগত। আপাতত ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহের অপেক্ষায় মানুষজন!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IIT কানপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধল ICMR, এ বার ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement