Indians in Russia Ukraine war: সিকিউরিটি গার্ডের কাজ, মাসে ২ লক্ষ বেতন! রাশিয়ায় গিয়ে কীভাবে যুদ্ধের ফাঁদে ভারতীয় যুবকরা?

Last Updated:

আজমগড়ের বাসিন্দা কানাইয়া যাদব এবং মাউ জেলার দুই বাসিন্দা শ্যামসুন্দর যাদব এবং সুনীল যাদব রুশ সেনার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন৷

রুশ সেনার হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত ১২ ভারতীয়৷ ছবি- রয়টার্স৷
রুশ সেনার হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত ১২ ভারতীয়৷ ছবি- রয়টার্স৷
আজমগড়: প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাশিয়ায় গিয়ে নিরাপত্তারক্ষী, রাঁধুনির মতো কাজ দেওয়া হবে৷ মাসে পারিশ্রমিক হিসেবে প্রায় ২ লক্ষ টাকা করে দেওয়া হবে৷ পরিবারের হাল ফেরানোর আশায় উত্তর প্রদেশের আজমগড় এবং মাউ জেলার প্রায় ১৩ জন যুবক রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন৷ অভিযোগ, সেখানে পৌঁছনোর পর জোর করে তাঁদের ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া হয়৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই ১৩ জনের মধ্যে ইতিমধ্যেই রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছে৷ আহত অবস্থায় কোনওক্রমে প্রাণে বেঁচে ভারতে ফিরে এসেছেন আরও দু জন৷ কিন্তু বাকি ৮ জন এখনও নিখোঁজ৷
advertisement
advertisement
আজমগড়ের বাসিন্দা কানাইয়া যাদব এবং মাউ জেলার দুই বাসিন্দা শ্যামসুন্দর যাদব এবং সুনীল যাদব রুশ সেনার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন৷ আজমগড়ের বাসিন্দা রাকেশ যাদব এবং মাউ জেলার ব্রিজেশ যাদব যুদ্ধক্ষেত্রে আহত হয়ে বর্তমানে নিজেদের বাড়িতেই রয়েছেন৷ কিন্তু বিনোদ যাদব, যোগেন্দ্র যাদব, অরবিন্দ যাদব, রামচন্দ্র, আজহারউদ্দিন খান, হুমেশ্বর প্রসাদ, দীপক কুমার এবং ধীরেন্দ্র কুমারের মতো আরও আট জনের কোনও খবরই জানে না তাঁদের পরিবার৷
advertisement
যোগেন্দ্র যাদব নামে রাশিয়ায় গিয়ে নিখোঁজ এক যুবকের পরিবারের অভিযোগ, মাউ জেলারই এক এজেন্ট নিরাপত্তা রক্ষীর কাজের প্রতিশ্রুতি দিয়ে যোগেন্দ্রকে রাশিয়ায় পাঠায়৷ কিন্তু সেখানে পৌঁছনোর পর জোর করে যোগেন্দ্রকে রাশিয়া-ইউক্রেন সীমান্তে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া হয়৷ গত বছরের মে মাসে শেষ বার যোগেন্দ্রর সঙ্গে তাঁর পরিবারের ফোনে কথা হয়৷ তখনই যোগেন্দ্র জানান, যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছেন তিনি৷ এর পর থেকে আর যোগেন্দ্রর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেনি তাঁর পরিবার৷
advertisement
একই অভিযোগ আজমগড়ের বাসিন্দা নিখোঁজ আজহারউদ্দিন খানের মায়েরও৷ তিনিও বিনোদ নামে ওই একই এজেন্টের দিকে অভিযোগের আঙুল তুলেছেন৷ তাঁর অভিযোগ, ওই এজেন্টই আজহারউদ্দিনকে রাশিয়ায় নিরাপত্তারক্ষীর কাজের প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়েছিল৷ মাসে ২ লক্ষ টাকা বেতনের প্রতিশ্রুতিও দেওয়া হয়৷ কিন্তু রাশিয়ায় পৌঁছনোর পর আজহারউদ্দিন ফোনে তাঁর মাকে জানান, যুদ্ধ করার জন্য তাঁকে প্রশিক্ষিত করা হচ্ছে৷ প্রথম প্রথম ফোনে কথা হলেও গত দশ মাস ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি আজহারউদ্দিনের মা৷
advertisement
ছেলেকে রাশিয়ায় গিয়ে যুদ্ধ করতে হচ্ছে শোনার পর গত বছরের ১ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন আজহারের পরিবার৷ কয়েকদিন বাদেই মৃত্যু হয় তাঁর৷ নিখোঁজ বাকি যুবকদের পরিবারেরও একই অভিযোগ৷
রাশিয়া থেকে আহত হয়ে ফিরে আসা রাকেশ যাদব বলেন, ‘গত বছর জানুয়ারি মাসে আমরা রাশিয়া পৌঁছনোর পর একটি চুক্তিপত্রে সই করানো হয়৷ সেই চুক্তিপত্র রুশ ভাষায় লেখা ছিল৷ চুক্তিপত্রে কী আছে জানতে চাইলে বলা হয়, কী কাজ করতে হবে কাগজে সেটাই লেখা আছে৷ কিন্তু এর পরই আমাদের রকেট, বোমা মারার প্রশিক্ষণ দেওয়া হয়৷ আমরা আপত্তি করলে বলা হয়, আত্মরক্ষার জন্য এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷’ রাকেশের দাবি, বিনোদ নামে ওই ভারতীয় দালালও রাশিয়ায় আটকে পড়েছেন৷
advertisement
শনিবারই ভারতের বিদেশমন্ত্রক জানায়, রুশ সেনার হয়ে ইউক্রেনেরব বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ১২ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে৷ নিখোঁজ আরও ১৬ জন৷ এখনও পর্যন্ত রাশিয়ার হয়ে ভারতীয়দের যুদ্ধ করতে যাওয়ার ১২৬টি ঘটনা বিদেশমন্ত্রক জানতে পেরেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indians in Russia Ukraine war: সিকিউরিটি গার্ডের কাজ, মাসে ২ লক্ষ বেতন! রাশিয়ায় গিয়ে কীভাবে যুদ্ধের ফাঁদে ভারতীয় যুবকরা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement