Pune News: বিয়ের পাকা কথা বলতে গিয়ে বিপদ, হবু শ্বশুরবাড়িতেই নৃশংস পরিণতি যুবকের! গ্রেফতার প্রেমিকার বাবা সহ ৯
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিয়ের কথাবার্তা বলতে রামেশ্বরকে ডেকে পাঠায় তরুণীর পরিবার৷ নিজের বাবা-মাকে নিয়েই বিয়ের কথা বলতে যান রামেশ্বর৷
বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার টোপ দিয়ে ডেকে পিটিয়ে হত্যা করা হল এক যুবককে৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুণের সাংঙ্গভি এলাকায়৷ মৃত ওই যুবকের নাম রামেশ্বর ঘেংগট৷
গত ২২ জুলাই এই ঘটনা ঘটে বলে অভিযোগ৷ ওই যুবককে পিটিয়ে মারার অভিযোগে পাত্রীর বাবা সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এখনও পলাতক ২ অভিযুক্ত৷
জানা গিয়েছে, নিজের আত্মীয় এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রামেশ্বরের৷ কিন্তু এই বিয়েতে মত ছিল না তরুণীর পরিবারের৷ কারণ রামেশ্বরের বিরুদ্ধে পুলিশে ধর্ষণ সহ একাধিক অভিযোগ ছিল৷ এমন কি, পকসো মামলাতেও অভিযুক্ত ছিলেন রামেশ্বর৷ যদিও পরিবারের আপত্তি অগ্রাহ্য করে রামেশ্বরকেই বিয়েতে অনড় থাকেন ওই তরুণী৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত বিয়ের কথাবার্তা বলতে রামেশ্বরকে ডেকে পাঠায় তরুণীর পরিবার৷ নিজের বাবা-মাকে নিয়েই বিয়ের কথা বলতে যান রামেশ্বর৷ কিন্তু তরুণীর বাড়িতেই দু পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়৷ অভিযোগ, তখন রামেশ্বরকে একটি ঘরের ভিতরে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয়৷
গুরুতর আহত রামেশ্বরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করার পরেও রামেশ্বরকে বাঁচানো সম্ভব হয়নি৷ এর পরই রামেশ্বরের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 3:15 AM IST