লোকসভা কেন্দ্র পরিদর্শনের মাঝেই রাহুলের গালে হঠাৎ চুমু, লোকারণ্য এলাকা

Last Updated:

সমর্থকের প্রবল ভালবাসা পেয়েছেন রাহুল । সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

#ওয়েনাড: এই মুহূর্তে কেরল সফরে গিয়েছেন ওয়েনাডের সাংসদ রাহুল । বন্যা পরবর্তী কেরলের পরিস্থিতি খতিয়ে দেখতে ওয়েনাডে গিয়েছেন তিনি । সেখানেই এক সমর্থকের প্রবল ভালবাসা পেয়েছেন রাহুল । সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
ওয়েনাডের বাসিন্দাদের ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন যে বন্যায় যা সমস্যা হয়েছে সেগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা হবে, যোগাযোগ ব্যবস্থাও ঠিক করা হবে, জানিয়েছেন রাহুল । সেখানেই রাহুলের বিদায় নেওয়ার সময় তাঁর গাল ধরে রীতিমত চুমু খেয়েছেন এক সমর্থক ।
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে একটি ধূসর টি-শার্ট পড়ে গাড়ির প্যাসেঞ্জার সিটে বসে রয়েছেন রাহুল । গাড়িতে বসেই সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছিলেন তিনি ও তখনই গাড়ির খোলা জানলা দিয়ে প্রথমে রাহুলের সঙ্গে করমর্দন করেন তিনি ও পরে তাঁকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়েছেন তিনি । তবে ভিডিওতে রাহুলকে নির্বিকারই দেখা গিয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভা কেন্দ্র পরিদর্শনের মাঝেই রাহুলের গালে হঠাৎ চুমু, লোকারণ্য এলাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement