বিয়ের কার্ড দেখালে মিলবে পাঁচ লক্ষ ! গুজবে কান দেবেন না, জানাল দিল্লি পুলিশ

Last Updated:

যে ব্যক্তিরা এই ভুয়ো খবরটি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৫০৫ ধারায় পদক্ষেপ নেওয়া হবে।

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর নোট বাতিলের ঘোষণার পর থেকেই দেশজুড়ে এখন নোট নিয়ে হাহাকার ৷ ব্যাঙ্ক-এটিএমের সামনে বিশাল লাইন ৷ অনেকেই টাকা তুলতে গিয়ে অসুস্থও হয়ে পড়ছেন ৷ এই সময় যাদের বিয়ে, তাঁরা এখন সবচেয়ে বেশি সমস্যায় ৷ কারণ কার্ড বা চেকে সব জায়গায় টাকা মেটানো তো সম্ভব নয় ৷ বিয়ের ফুল থেকে মিষ্টি, অনেক জায়গাতেই প্রয়োজন হচ্ছে নগদ টাকা ৷ আর ৫০০ ও ১০০০ টাকার নোট দিলে, সেটা কেউই নিতে চাইছে না ৷ এছাড়া অগ্রিম টাকা দেওয়ার বিষয়টা তো আছেই ৷ এদিকে আবার স্টকে থাকা নোটও প্রায় ফুরিয়ে আসছে ৷ এই অবস্থায় সব পাওনাদারদের টাকা মেটানোটাই কঠিন ৷ মেয়ের বাবাদের মাথায় তাই হাত ৷ কী হবে এখন!
advertisement
নভেম্বর মাস মানেই বিয়ের সিজন শুরু ৷ কিন্তু মাসের শুরুতেই প্রধানমন্ত্রী মোদির একটা ঘোষণায় এখন তীব্র সমস্যায় গোটা দেশ ৷ হাতে টাকা নেই গরীব থেকে ধনি প্রায় কারোর কাছেই ৷ সংসার চালাতেই তাই অনেক বুঝেশুনে চলতে হচ্ছে প্রত্যেককেই ৷ সেখানে বিয়ের মতো বাড়ির বড় অনুষ্ঠান আয়োজন করতে এখন সমস্যায় পড়াটাই স্বাভাবিক ৷ সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ সম্প্রতি ভাইরাল ৷ সেটা হল এলাকার ডিসিপি-র দ্বারা যাচাই করা বিয়ের কার্ড দেখালেই নাকি ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা তুলতে পারা যাবে ৷ এই খবর যে সম্পূর্ণ ভুয়ো, তা জানিয়েছে দিল্লি পুলিশ ৷  এই খবরের কোনও সত্যতা নেই বলেই জানিয়েছেন উত্তর দিল্লির ডিসিপি মধুর শর্মা ৷ তিনি আরও জানিয়েছেন, যে ব্যক্তিরা এই ভুয়ো খবরটি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৫০৫ ধারায় পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিয়ের কার্ড দেখালে মিলবে পাঁচ লক্ষ ! গুজবে কান দেবেন না, জানাল দিল্লি পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement