কলকাতা বিমানবন্দরে আগুন লাগল কী করে! তড়িঘড়ি মন্ত্রীর টুইট, পরিস্থিতিতে নজর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
jyotiraditya scindia on dumdum airport fire: অসামরিক বিমান চলাচল মন্ত্রীর টুইট। কী লিখলেন কলকাতা বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে!
কলকাতা: বুধবার রাত ৯টা ২০ নাগাদ দমদম বিমানবন্দরের চেক-ইন কাউন্টারের কাছে আগুন লাগে। ব্যাহত হয় বিমান চলাচল থেকে সিকিউরিটি চেকিং। দমকল বাহিনী ৮টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার পর ফের শুরু হয়েছে সিকিউরিটি চেকিং। তবে বিমান বন্দরে আগুনের জেরে হইহই কাণ্ড বেঁধে যায়।
আগুন লাগার ঘটনা জানাজানি হওয়ার পর কলকাতা বিমানবন্দরে অবতরণ করা বিমানগুলি থেকে অনেকক্ষণ যাত্রীদের নামানো হয়নি। বিমানগুলি কলকাতা বিমানবন্দরের বে-তে যাত্রী-সহ অপেক্ষা করেছে।
আরও পড়ুন- কেন জেনারেল কামরা ট্রেনের সামনে আর পিছনেই শুধু থাকে? কারণটা অবাক করে দেবে
সিকিউরিটি চেকিং-এর জায়গায় আগুন লাগায় সেই কাউন্টার বন্ধ করা হয়েছিল। ফলে নির্ধারিত সূচি মেনে উড়তে পারেনি বহু বিমান। কলকাতা বিমানবন্দরে এমন অগ্নিকাণ্ডের ঘটনা সচরাচর শোনা যায়নি।
advertisement
advertisement
কলকাতা বিমানবন্দর হাই সিকিউরিটি জোন। বিমানবন্দরের ভিতরে সব সময়েই নিরাপত্তার কড়াকড়ি। তবুও কীভাবে এই আগুন লেগে গেল! এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যদিও বা আগুন লাগল, তবে তা একেবারে প্রাথমিক স্তরে কেন নেভানো গেল না! তা নিয়েও প্রশ্ন উঠছে। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। রাত বাড়লেও এনডিআরএফ টিম বিমানবন্দরের ভিতরে কাজ করছে বলে খবর।
advertisement

আগুন লাগার কারণ নিয়ে কিছু জানাননি অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে বিমানবন্দরে এমন আগুন যে অনভিপ্রেত, তা তিনি টুইটে জানিয়েছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইটারে লিখেছেন, দুর্ভাগ্যবশত ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এয়ারপোর্ট ডিরেক্টরদের সঙ্গে আমার কথা হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যাত্রী ও বিমানবন্দরের কর্মীরা সুরক্ষিত আছেন। কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ আমরা তদন্ত করে দেখব।
advertisement
আরও পড়ুন- রাক্ষুসে ঢেউয়ের সঙ্গে ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা! কোথায় আছড়ে পড়বে বিপর্যয়,জানুন
বিমানের ভাড়া নিয়ে গত কয়েকদিনে কংগ্রেস-বিজেপি কাজিয়া তুঙ্গে। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল দেশে বিমানভাড়া বৃদ্ধি নিয়ে নরেন্দ্রে মোদিকে সরাসরি নিশানা করেন। পাল্টা দেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, আগামী দিনে দেশে বিমানভাড়া আরও কমে যাবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 12:29 AM IST