BJP Uttar Pradesh Candidate List: অযোধ্যা নয়, গোরক্ষপুরেই লড়বেন যোগী, প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-র

Last Updated:

উত্তর প্রদেশের নির্বাচনের আগে জল্পনা ছড়িয়েছিল, যোগী আদিত্যনাথ হয়তো অযোধ্যা থেকে ভোটে লড়তে পারেন (BJP Uttar Pradesh Candidate List)৷

এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এ দিনই গোরক্ষপুর শহর কেন্দ্রে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছেন যোগী৷ মনোনয়নপত্রে সঙ্গে হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷
এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এ দিনই গোরক্ষপুর শহর কেন্দ্রে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছেন যোগী৷ মনোনয়নপত্রে সঙ্গে হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷
#দিল্লি: উত্তর প্রদেশের বিধানসভা (Uttar Pradesh Assembly Elections 2022) নির্বাচনে নিজের খাসতালুক গোরক্ষপুর থেকেই লড়বেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)৷ এ দিন প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি৷
তবে প্রথম দফায় ৫৮ টির মধ্যে ৫৭ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে৷ আর দ্বিতীয় দফার ৫৫টি আসনের মধ্যে ৪৮টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে (BJP Uttar Pradesh Candidate List)৷
উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য লড়বেন সিরাথু কেন্দ্র থেকে৷ তাৎপর্যপূর্ণ ভাবে প্রথম দুই দফার তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান কুড়ি জন বিধায়ক৷
advertisement
advertisement
উত্তর প্রদেশের নির্বাচনের আগে জল্পনা ছড়িয়েছিল, যোগী আদিত্যনাথ হয়তো অযোধ্যা থেকে ভোটে লড়তে পারেন৷ কিন্তু দল তাঁর জন্য গোরক্ষপুর কেন্দ্রকেই বেছে নিল৷ গোরক্ষপুর থেকেই পাঁচ বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন যোগী আদিত্যনাথ৷ যদিও প্রথম দু' দফায় নয়, আগামী ৩ মার্চ ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে গোরক্ষপুরে৷
advertisement
গত এক সপ্তাহে উত্তর প্রদেশে বিজেপি ছেড়েছেন দশজন বিধায়ক৷ তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের তিন মন্ত্রীও৷ পদত্যাগীদের মধ্যে অধিকাংশই প্রভাবশালী ওবিসি নেতা৷ যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া দুই ওবিসি নেতা স্বামী প্রসাদ মৌর্য এবং ধরম প্রসাদ সাইনি ইতিমধ্যেই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন৷ যার ফলে এ বারের নির্বাচনে বিজেপি দলিতদের সমর্থন কতটা পাবে, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে৷
advertisement
দলিতদের মন জয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি-ও৷ গতকালই গোরক্ষপুরে একটি দলিত পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন যোগী আদিত্যনাথ৷ এ দিন প্রথম দুই দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাতেও ষাট শতাংশই দলিত এবং ওবিসি মুখ৷
advertisement
এ দিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণা করেন৷ তিনি দাবি করেছেন, যোগীর নেতৃত্বেই উত্তর প্রদেশে দাঙ্গা বন্ধ হয়েছে৷ গরিবের জন্যও যোগী সরকার উন্নয়ন নিয়ে এসেছে বলে দাবি করেছেন ধর্মেন্দ্র প্রধান৷ একই সঙ্গে উত্তর প্রদেশে অপরাধের সংখ্যাও অনেক কমেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ যে বার্তার মধ্যে দিয়ে স্পষ্ট করে দেওয়া হল, গত কয়েকদিনে দলে যতই ভাঙন তৈরি হোক না কেন, যোগীর উপরে পূর্ণ আস্থা রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের৷
advertisement
৪০৩টি আসনের জন্য সাত দফায় ভোট হবে উত্তর প্রদেশে৷ ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে ভোটগ্রহণ৷ ভোটের ফল ঘোষণা ১০ মার্চ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP Uttar Pradesh Candidate List: অযোধ্যা নয়, গোরক্ষপুরেই লড়বেন যোগী, প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-র
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement