BJP Uttar Pradesh Candidate List: অযোধ্যা নয়, গোরক্ষপুরেই লড়বেন যোগী, প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-র

Last Updated:

উত্তর প্রদেশের নির্বাচনের আগে জল্পনা ছড়িয়েছিল, যোগী আদিত্যনাথ হয়তো অযোধ্যা থেকে ভোটে লড়তে পারেন (BJP Uttar Pradesh Candidate List)৷

এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এ দিনই গোরক্ষপুর শহর কেন্দ্রে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছেন যোগী৷ মনোনয়নপত্রে সঙ্গে হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷
এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এ দিনই গোরক্ষপুর শহর কেন্দ্রে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছেন যোগী৷ মনোনয়নপত্রে সঙ্গে হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷
#দিল্লি: উত্তর প্রদেশের বিধানসভা (Uttar Pradesh Assembly Elections 2022) নির্বাচনে নিজের খাসতালুক গোরক্ষপুর থেকেই লড়বেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)৷ এ দিন প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি৷
তবে প্রথম দফায় ৫৮ টির মধ্যে ৫৭ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে৷ আর দ্বিতীয় দফার ৫৫টি আসনের মধ্যে ৪৮টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে (BJP Uttar Pradesh Candidate List)৷
উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য লড়বেন সিরাথু কেন্দ্র থেকে৷ তাৎপর্যপূর্ণ ভাবে প্রথম দুই দফার তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান কুড়ি জন বিধায়ক৷
advertisement
advertisement
উত্তর প্রদেশের নির্বাচনের আগে জল্পনা ছড়িয়েছিল, যোগী আদিত্যনাথ হয়তো অযোধ্যা থেকে ভোটে লড়তে পারেন৷ কিন্তু দল তাঁর জন্য গোরক্ষপুর কেন্দ্রকেই বেছে নিল৷ গোরক্ষপুর থেকেই পাঁচ বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন যোগী আদিত্যনাথ৷ যদিও প্রথম দু' দফায় নয়, আগামী ৩ মার্চ ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে গোরক্ষপুরে৷
advertisement
গত এক সপ্তাহে উত্তর প্রদেশে বিজেপি ছেড়েছেন দশজন বিধায়ক৷ তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের তিন মন্ত্রীও৷ পদত্যাগীদের মধ্যে অধিকাংশই প্রভাবশালী ওবিসি নেতা৷ যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া দুই ওবিসি নেতা স্বামী প্রসাদ মৌর্য এবং ধরম প্রসাদ সাইনি ইতিমধ্যেই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন৷ যার ফলে এ বারের নির্বাচনে বিজেপি দলিতদের সমর্থন কতটা পাবে, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে৷
advertisement
দলিতদের মন জয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি-ও৷ গতকালই গোরক্ষপুরে একটি দলিত পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন যোগী আদিত্যনাথ৷ এ দিন প্রথম দুই দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাতেও ষাট শতাংশই দলিত এবং ওবিসি মুখ৷
advertisement
এ দিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণা করেন৷ তিনি দাবি করেছেন, যোগীর নেতৃত্বেই উত্তর প্রদেশে দাঙ্গা বন্ধ হয়েছে৷ গরিবের জন্যও যোগী সরকার উন্নয়ন নিয়ে এসেছে বলে দাবি করেছেন ধর্মেন্দ্র প্রধান৷ একই সঙ্গে উত্তর প্রদেশে অপরাধের সংখ্যাও অনেক কমেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ যে বার্তার মধ্যে দিয়ে স্পষ্ট করে দেওয়া হল, গত কয়েকদিনে দলে যতই ভাঙন তৈরি হোক না কেন, যোগীর উপরে পূর্ণ আস্থা রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের৷
advertisement
৪০৩টি আসনের জন্য সাত দফায় ভোট হবে উত্তর প্রদেশে৷ ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে ভোটগ্রহণ৷ ভোটের ফল ঘোষণা ১০ মার্চ৷
বাংলা খবর/ খবর/দেশ/
BJP Uttar Pradesh Candidate List: অযোধ্যা নয়, গোরক্ষপুরেই লড়বেন যোগী, প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement