ফের গণধর্ষণে উত্তপ্ত উন্নাও, অভিযুক্ত কাউন্সিলর

Last Updated:

আবার গণধর্ষণ উন্নাও এ উত্তরপ্রদেশের উন্নাও আবার উত্তপ্ত এক মহিলাকে গণধর্ষণের কাণ্ড ঘিরে ৷ উন্নাওয়ের সফিপুরে এক মহলাকে গণধর্ষণ করে এক কাউন্টসিলর ও তার সঙ্গীদের বিরুদ্ধে ৷

#উন্নাও: আবার গণধর্ষণ উন্নাও এ উত্তরপ্রদেশের উন্নাও আবার উত্তপ্ত এক মহিলাকে গণধর্ষণের কাণ্ড ঘিরে ৷ উন্নাওয়ের সফিপুরে এক মহিলাকে গণধর্ষণ করে এক কাউন্টসিলর ও তার সঙ্গীরা ৷
অভিযুক্ত সমাজবাদী পার্টির নেতা ৷ জানা গেছে অভিযুক্ত যুবক কয়েকজন সঙ্গী নিয়ে এক মহিলাকে গণধর্ষণ করে, খবর প্রকাশ্যে না হুমকি দিয়ে ব্ল্যাকমেলও করে ৷  অত্যাচারিতার স্বামী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে বলেন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি সমাজবাদী পার্টির নেতা ৷ অভিযুক্ত যুবক হুমকি দিয়ে বলে এলাকায় তার যা প্রতিপত্তি তাতে তার বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ কেউ করবে না ৷
advertisement
অত্যাচারিতার স্বামী আরও জানায় ২ মাস আগেই ধর্ষণের অভিযোগ করা হয় ৷ কিন্তু এখনও অভিযুক্ত গ্রেফতার হয়নি ৷
advertisement
অন্যদিকে উন্নাও পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পরেই অবিলম্বে অপরাধীর বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে ৷
এএসপি অনুপ সিং জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরেই এফআইআর দায়ের করা হয়েছে ৷ তদন্ত চলছে এবং দ্রুততার সঙ্গে তার নিষ্পত্তি করা হবে ৷
advertisement
কয়েকদিনের মধ্যেই উন্নাও এ গণধর্ষণের দ্বিতীয় ঘটনা হাড় হিম করে দেয় সবার ৷ পুরনো ক্ষত জায়গায় আবার আঘাত লাগল দ্বিতীয় গণধর্ষণের ঘটনা সামনে আসতেই ৷ বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তার সঙ্গীরা গত বছরের জুন মাসে মহিলাকে গণধর্ষণ করে ৷ এখন সিবিআই হেফাজতে ৷
নির্যাতিতার পরিবার দাবি করে অভিযুক্ত বিধায়কের ভাই গণধর্ষণে যুক্ত ছিল ৷ একই অভিযোগে এফআইআর প্রত্যাহার ন করায় ৩ সন্তানর মা মারা যায় ৷
advertisement
অভিযুক্ত পাঁচ সঙ্গীর এখন হাজতবাস চলছে ৷ অভিযুক্ত বিধায়ক সিবিআই হেফাজতে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ফের গণধর্ষণে উত্তপ্ত উন্নাও, অভিযুক্ত কাউন্সিলর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement