কর্ণাটকে বিজেপির জয় নিশ্চিত, ১৩০ টি আসনে জয়ী হওয়ার ভবিষ্যদ্বানী করলেন ইয়েদুরাপ্পা

Last Updated:

গতকালই ছিল কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলেছে ভোটগ্রহণ ৷ ভোটপর্ব শেষ হতেই ভবিষ্যদ্বানী করে ফেললেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা ৷

#বেঙ্গালুরু: গতকালই ছিল কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলেছে ভোটগ্রহণ ৷ ভোটপর্ব শেষ হতেই ভবিষ্যদ্বানী করে ফেললেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা ৷ কংগ্রেসকে নিজেদের থেকে বেশ অনেকটাই পিছনে ফেলে নিজেদের ভোটে জেতার পথ প্রশস্থ করলেন তিনি ৷
ওপিনিয়ান পোল এবং এক্সিট পোলের সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এসেছে ৷ রিপোর্ট বলছে, দু’তরফেই হবে হাড্ডাহাড্ডি লড়াই ৷ কিন্তু সরকার গড়ার ক্ষেত্রে নিজেদের বেশ কয়েকটি আসনে এগিয়ে রাখল বিজেপি ৷ রবিবার একটি সাংবাদিক সম্মেলনে ইয়েদুরাপ্পা বলেন, ‘কর্ণাটকে কংগ্রেসের জেতার কোনও সম্ভাবনাই নেই ৷ সিদ্দারমাইয়ার যুগ শেষ ৷ খুব বেশি হলে মেরেকেটে ৭০ টি আসনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে কংগ্রেস ৷ এমনকী, চামুন্ডেশ্বরী এবং বাদামী ভোট কেন্দ্রেও কংগ্রেসের হার নিশ্চিত ৷’
advertisement
ওপিনিয়ান পোল এবং এক্সিট পোলের সমস্ত সমীক্ষা তুড়ি মেরে উড়িয়ে দিলেন ইয়েদুরাপ্পা ৷ তিনি বলেন, কর্ণাটকে আর কংগ্রেস নয় ৷ মঙ্গলবার বিজেপিই বিপুলভোটে জয়ী হবেন ৷ একইসঙ্গে আঞ্চলিক দলের সঙ্গে কোনওরকম জোট গঠনের সম্ভাবনাও এদিন উড়িয়ে দিলেন ইয়েদুরাপ্পা ৷ বলেন, বিজেপি ১৩০টি আসনে জয়ী হবেই ৷ অপরদিকে, কংগ্রেসের ঝুলিতে মাত্র ৭০ টি আসন পেতে পারে এবং জনতা দল সেক্যুলার ২৫ টি আসনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে ৷
advertisement
advertisement
শুধু বিজেপির জেতাই নয় ৷ সেই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমস্ত পরিকল্পনাও সেরে ফেলেছেন ইয়েদুরাপ্পা ৷ এমনকী তিনি আরও বলেন, ‘গত ১৫ দিন ধরে সিদ্দারমাইয়ার ব্যবহার নি:সন্দেহে চিন্তার বিষয় ৷ কারণ তাঁর কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটকে বিজেপির জয় নিশ্চিত, ১৩০ টি আসনে জয়ী হওয়ার ভবিষ্যদ্বানী করলেন ইয়েদুরাপ্পা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement