স্ত্রী চাকরি-ব্যবসা করলেও কি স্বামীর থেকে খোরপোশ পেতে পারে? হাইকোর্টের রায়ে তোলপাড় পড়ল দেশে

Last Updated:

স্ত্রী রোজগার করলেও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে স্ত্রী খোরপোশের দাবি করতে পারেন। কিছুদিন আগে এমনই রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

রোজগার করা মহিলারা কি খোরপোশ পেতে পারেন? কী বলল বম্বে হাইকোর্ট?
রোজগার করা মহিলারা কি খোরপোশ পেতে পারেন? কী বলল বম্বে হাইকোর্ট?
স্ত্রী রোজগার করেন মানে এই নয় যে তিনি বিবাহবিচ্ছেদের পর খোরপোশ পেতে পারেন না এমন নয়। এক যুবকের আর্জি খারিজ করে ঠিক এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট।
স্বামী বিনোদের অভিযোগ, শিক্ষিত হওয়ার পর তার স্ত্রী তার সঙ্গে থাকতে চাননি। বিনোদের মতে, তাঁর স্ত্রী গোমতী বলেন যে তুমি সুন্দরী নও। আমি নিজে খুব সুন্দরী। এই কারণে, সে এখন তার শ্বশুরবাড়িতে আসছে না। শুধু তাই নয়, স্বামী বলেছেন যে তাঁর স্ত্রী তাঁকে খুনের হুমকিও দিচ্ছেন। বর্তমানে, ভুক্তভোগী স্বামী এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।(Representative Image: Courtesy-Meta AI)
advertisement
advertisement
স্ত্রী রোজগার করলেও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে স্ত্রী খোরপোশের দাবি করতে পারেন। কিছুদিন আগে এমনই রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এবার একই রায় দিল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ।
'এ কেমন মা! মামলাকারী মা, আদৌ শিশুর মা কিনা খতিয়ে দেখা উচিত। একইসঙ্গে শিশুকে বিক্রি করেছিল কিনা, তাও জানা দরকার।' আরও পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহা'র।
advertisement
বিবাহবিচ্ছেদের একটি মামলায় এক যুবকের আর্জি খারিজ করে প্রাক্তন স্ত্রীকে ১৫ হাজার টাকা মাসোহারা দিতে বলল বম্বে হাইকোর্ট।
ফলতায় গৃহশিক্ষিকার ছেলের কুকীর্তি, উস্তিতে মাঠে ধর্ষ*ণ! ২ টি পৃথক নাবালিকা যৌন নির্যাতন মামলায় ২ অভিযুক্তকে কী সাজা দিল আদালত
এই প্রসঙ্গে ঊর্মিলা জোশি ফালকের পর্যবেক্ষণ, “প্রাক্তন স্বামী যে ভিত্তিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার আইনগত দিক থেকে কোনও ভিত্তি নেই।”
advertisement
প্রসঙ্গত, কিছু মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল ওই দম্পতির। প্রাক্তন স্বামীকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে স্ত্রীকে খোরপোশ দিতে বলে পরিবার আদালত। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই উচ্চ আদালতে যান স্বামী।
হাইকোর্ট এই মামলায় জানায়, ওই মহিলার স্বামীকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ ইতিমধ্যেই পরীক্ষা করেছেন। এত বছর পর পুরুষত্ব পরীক্ষা করা ঠিক হবে না; কারণ এটি সর্বতোভাবে স্বীকৃত যে বয়সের সঙ্গে সঙ্গে ব্যক্তির যৌন আচরণ পরিবর্তিত হয়। বয়সের কারণে তাঁর যৌন প্রতিক্রিয়া বর্তমানে ধীর এবং কম তীব্র হতে পারে।
advertisement
এই প্রসঙ্গে তাঁর প্রাক্তন স্বামী জানান, প্রাক্তন স্ত্রী পেশায় ফিজিওথেরাপিস্ট। তাঁর আয়ে দুই সন্তানের সুখে স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন হয়। কিন্তু এই যুক্তি নাকচ হয়ে যায় আদালতে।
অতএব, আট বছর বিয়ের পর বম্বে হাইকোর্ট পুরুষত্ব পরীক্ষা করতে স্পষ্টতই অস্বীকৃতি জানায়। হাইকোর্ট এই বিতর্কিত মামলায় পারিবারিক আদালতের সিদ্ধান্তও বাতিল করে দেয়। মামলায় স্ত্রীর আবেদন মঞ্জুর করে পারিবারিক আদালত যে আদেশ দিয়েছিল তাও বাতিল করেছে হাইকোর্ট।
advertisement
আদালত জানায়, “স্ত্রী রোজগার করলেও তিনি খোরপোশ পেতে পারেন এবং তা সম্পূর্ণ আইনসঙ্গত।”
একই রকম একটি মামলায় একই রায় দিয়েছিল দিল্লি আদালত।
বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রী চাকরি-ব্যবসা করলেও কি স্বামীর থেকে খোরপোশ পেতে পারে? হাইকোর্টের রায়ে তোলপাড় পড়ল দেশে
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement