Bodybuilder Police: তাঁর ‘ফাঁদেই’ প্রতারিত তিহাড় জেলের বডিবিল্ডার পুলিশ? ভাইরাল ভিডিওতে যা জানালেন ‘পলাতক’ সুন্দরী কুস্তিগীর

Last Updated:

Bodybuilder Police: তাঁর বিরুদ্ধে তিহাড় জেলের অ্যাসিস্ট্যান্ট সুপার দীপক শর্মা অভিযোগ এনেছেন ৫০ লক্ষ টাকা প্রতারণা করার

পুলিশকর্তাকে প্রতারণার দায়ে অভিযুক্ত তিনি
পুলিশকর্তাকে প্রতারণার দায়ে অভিযুক্ত তিনি
পুলিশকর্তাকে প্রতারণার দায়ে অভিযুক্ত তিনি৷ সেই জাতীয় স্তরের মহিলা কুস্তিগীর রৌনক গুলিয়া এ বার একটি ভিডিও শেয়ার করলেন৷ তাঁর বিরুদ্ধে তিহাড় জেলের অ্যাসিস্ট্যান্ট সুপার দীপক শর্মা অভিযোগ এনেছেন ৫০ লক্ষ টাকা প্রতারণা করার৷ কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিলেন রৌনক নিজে৷ ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন ‘‘এটা আমার শেষ ভিডিও৷ আমাকে ক্ষমা করুন৷ আমার আর সহ্য করার শক্তি নেই৷ ঈশ্বর তাঁর বিচার করবেন৷ তিনি কর্মের জন্য উচিত শিক্ষা পাবেন৷’’ বলছেন পেশাদার কুস্তিগীর রৌনক৷
তাঁর বিরুদ্ধে দীপক শর্মার বক্তব্য, ‘ইন্ডিয়াজ আল্টিমেট ওয়ারিয়র’ রিয়্যালিটি শো-এ তাঁর সঙ্গে আলাপ হয় জাতীয় ও রাজ্যস্তরের চ্যাম্পিয়ন কুস্তিগীর রৌনক গুলিয়ার। এই আলাপের সুবাদেই ক্রমশ বিনিয়োগ নিয়ে কথা হয় তাঁদের। গুলিয়া দম্পতির কথায় বিশ্বাস করে হেল্থ প্রডাক্টের ব্যবসায় ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন দীপক। তাঁর দাবি, তাঁকে বলা হয়েছিল বড় লভ্যাংশ পাবেন। কিন্তু তার পর তিনি কোনও টাকাই ফেরত পাননি।
advertisement
advertisement
নিজের কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দীপক শর্মা জনপ্রিয় তাঁর বডিবিল্ডিংয়ের প্রতি প্যাশনের জন্য৷ বডিবিল্ডার এই জেলকর্তার অসংখ্য ফলোয়ার সোশ্যাল মিডিয়ায়৷ কিন্তু তাঁর সব দাবিকে মিথ্যা বলে নস্যাৎ করেছেন রৌনক৷ তিনি ‘পলাতক’, এই দাবিও মানতে নারাজ রৌনক৷ বরং বলছেন যদি তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে তাঁকে গ্রেফতার করা হোক৷
advertisement
advertisement
দীপকের মতো রৌনক এবং তাঁর স্বামী অঙ্কিত গুলিয়াও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়৷ রৌনকের স্বামী অঙ্কিতও পেশাদার কুস্তিগীর৷ দু’জনেরই ফ্যান ফলোয়িং ঈর্ষণীয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bodybuilder Police: তাঁর ‘ফাঁদেই’ প্রতারিত তিহাড় জেলের বডিবিল্ডার পুলিশ? ভাইরাল ভিডিওতে যা জানালেন ‘পলাতক’ সুন্দরী কুস্তিগীর
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement