পুলিশকর্মীরাই ইন্ধন দিয়েছেন খুনে? মহারাষ্ট্রে প্রেমিকের মৃতদেহ বিয়ে করা তরুণীর বয়ানে তদন্তে মোড়!

Last Updated:

মহারাষ্ট্রের নানদেড়ে সক্ষম টাটে খুনে আঁচল মামিদওয়ারের দুই ভাই ও বাবা গ্রেফতার। আঁচলের দাবি, পুলিশকর্মীরা খুনে উস্কানি দেয়।

নানদেড়ে সক্ষম টাটে খুনে আঁচলের অভিযোগে পুলিশকর্মীর ভূমিকা উন্মোচিত
নানদেড়ে সক্ষম টাটে খুনে আঁচলের অভিযোগে পুলিশকর্মীর ভূমিকা উন্মোচিত
প্রেমিককে খুন করেছিল পরিবার। প্রিয়জনের নিথর দেহকেই তাই বিয়ে করেছিলেন তরুণী। জানিয়েছিলেন, তিনি শুধু সেই যুবকেরই থাকবেন, আজীবন। মহারাষ্ট্রের নানদেড়ের সেই ঘটনায় শোরগোল দেশে। তদন্তে নেমেছে পুলিশও। জাতিগত পার্থক্যকে কেন্দ্র করে ২০ বছরের সক্ষম টাটেকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে তাঁর প্রেমিকার দুই দাদা ও বাবা। এর মধ্যেই নতুন মোড়!
ওই যুবতী আঁচল মামিদওয়ার অভিযোগ করেছেন, স্থানীয় থানার দুই পুলিশকর্মী তাঁর দাদাকে খুনে উস্কানি দিয়েছেন।
advertisement
advertisement
২০ বছরের সক্ষম টাটে খুন হওয়ার ঘটনায় আঁচলের দুই ভাই—হিমেশ ও সাহিল মামিদওয়ার এবং তাঁদের বাবা গজানন মামিদওয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, দুই পরিবারের মধ্যে সামাজিক বিভাজন ও প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশকর্মীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ
আঁচল জানিয়েছেন, ঘটনার দিন সকালে তাঁর ভাই হিমেশ তাঁকে ইটওয়ারা থানায় নিয়ে গিয়ে প্রেমিক সক্ষমের বিরুদ্ধে “ভুয়ো অভিযোগ” দায়ের করতে চাপ দেন। তিনি তাতে রাজি না হলে, থানা চত্বরে উপস্থিত দুই পুলিশকর্মী তাঁর ভাইকে উস্কানি দেন বলে দাবি করেন আঁচল।
advertisement
পিটিআইকে তিনি বলেন, “দুই পুলিশকর্মী আমার ভাইকে বলেছিল—‘ভুয়ো অভিযোগ করে লাভ নেই, সরাসরি লোকটাকে মেরে দাও।’ আমার ভাই সেই কথাকেই চ্যালেঞ্জ হিসেবে নেয়।”
পুলিশ অবশ্য জানিয়েছে, আঁচল যে অভিযোগ করেছেন তা আগেই তাঁদের কাছে জানাননি, তবে তাঁর নতুন বয়ান নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
কী ভাবে খুন করা হয়? 
তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নানদেড়ের ওল্ড গঞ্জ এলাকায় বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সচকম। সেখানে গিয়ে তাঁর সঙ্গে বচসায় জড়ান হিমেশ মামিদওয়ার। অভিযোগ, হিমেশ প্রথমে গুলি করেন, যা সচকমের পাঁজর ভেদ করে। এরপর একটি টালি বা ভারী বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
advertisement
ঘটনার পর হিমেশ, তাঁর ভাই সাহিল এবং বাবা গজনন মামিদওয়ারকে গ্রেফতার করা হয়। মোট ছ’জনের বিরুদ্ধে খুন, দাঙ্গা, অস্ত্র আইন এবং তফসিলি জাতি ও জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা রুজু হয়েছেঞ্চ
আঁচল দাবি করেছেন, তাঁর বাবা ও ভাইদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল এবং তাঁরা “পুলিশের সঙ্গে সমঝোতা করে” বিষয়গুলি চাপা দিতেন। পুলিশের পক্ষ থেকে এ নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি।
advertisement
জেলা পুলিশের এসপি অভিনাশ কুমার জানিয়েছেন, আঁচলের বয়ান সরকারি ভাবে রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, উত্থাপিত অভিযোগের সব দিক থেকে তদন্ত করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুলিশকর্মীরাই ইন্ধন দিয়েছেন খুনে? মহারাষ্ট্রে প্রেমিকের মৃতদেহ বিয়ে করা তরুণীর বয়ানে তদন্তে মোড়!
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement