Couple in Delhi Metro: সোজা মুখ থেকে মুখে! ভরা মেট্রোয় যুগলের 'অবাক জলপান', প্রেম দেখে অস্থির সকলেই

Last Updated:

Couple in Delhi Metro: সম্প্রতি নেটমাধ্যমে দিল্লি মেট্রোর এক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক যুগল মেট্রোতে বসেই একে অপরের মুখ থেকে নরম পানীয় দেওয়া-নেওয়া করছেন।

নয়াদিল্লি: ভালবাসার কত রকমই অভিব্যক্তি হয়! একবার গুনতে বসলে শেষ করা যাবে না। বলিউড যেন সেই কল্পনাতেই আরও রং ঢেলেছে। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘খেল খেল মে’-র ‘খুল্লম খুল্লা’ গানটিকে আপ্তবাক্য ধরে নেন অনেকেই। কিন্তু দিল্লি মেট্রোয় এক যুগল যে কাণ্ড ঘটালেন, তা যেন সিনেমাকেও হার মানায়।
সম্প্রতি নেটমাধ্যমে দিল্লি মেট্রোর এক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক যুগল মেট্রোতে বসেই একে অপরের মুখ থেকে নরম পানীয় দেওয়া-নেওয়া করছেন। সেই ভিডিওয় যুবতীকে মেট্রোর সিটে বসে থাকতে দেখা গিয়েছে। হাঁটুর উপর ভর করে মেট্রোর মেঝেতে বসে যুবক। দেখা গেল, একটি ক্যান থেকে পানীয় মুখে নিয়ে যুবক তাঁর প্রেমিকার মুখে ছুড়ে দিচ্ছেন। প্রেমিকাও একই ভাবে সেই পানীয় নিজের মুখ থেকে সোজা প্রেমিকের মুখে ছুড়ে দিচ্ছিলেন। প্রকাশ্যে অসংখ্য মেট্রো যাত্রীদের সামনেই এই কাজ চলতে থাকল তাঁদের।
advertisement
advertisement
এই প্রথম নয়। অতীতেও দিল্লি মেট্রোতেও এ রকম ‘আজগুবি’ কাণ্ড মাঝেমধ্যেই ঘটতে থাকে। সেই যুগলের এই ভিডিও অনেকেই শেয়ার করেছেন। এক দিকে ট্রোলের বন্যা, অন্য দিকে তাঁদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা। কেউ কেউ আবার সেই যুগলের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলছে।
advertisement
ন্যান্য যাত্রীদের অস্বস্তিতে ফেলে এমন কাজকর্ম আটকানোর জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নির্দেশিকা জারি করেছে। কিন্তু তার পরেও এ ধরনের ঘটনা আটকানো যাচ্ছে না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Couple in Delhi Metro: সোজা মুখ থেকে মুখে! ভরা মেট্রোয় যুগলের 'অবাক জলপান', প্রেম দেখে অস্থির সকলেই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement