কোলে আড়াই বছরের মেয়ে, অপহৃত স্বামীর খোঁজে গভীর জঙ্গলে মাওবাদীদের ডেরায় ঢুকলেন স্ত্রী!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শেষ পর্যন্ত মাওবাদীরা (Maoists) অপহৃত ইঞ্জিনিয়ার এবং এক কর্মীকে মুক্তি দিলেও এখনও জঙ্গল থেকে ফেরেননি সোনালী৷
#বিজাপুর: পেশায় ইঞ্জিনিয়ার স্বামীকে অপহরণ করেছিল মাওবাদীরা (Maoists)৷ প্রথমে স্বামীর মুক্তির জন্য আবেগঘন ভিডিও পোস্ট করেছিলেন স্ত্রী৷ কিন্তু তাতেও কাজ না হওয়ায় নিজের আড়াই বছরের কন্যাকে নিয়েই ছত্তীসগড়ের (Chattisgarh) গভীর জঙ্গলে মাওবাদীদের ডেরায় ঢুকে পড়েছিলেন অপহৃত ইঞ্জিনিয়ার অশোক পাওয়ারের স্ত্রী সোনালী পাওয়ার৷
শেষ পর্যন্ত মাওবাদীরা অপহৃত ইঞ্জিনিয়ার এবং এক কর্মীকে মুক্তি দিলেও এখনও জঙ্গল থেকে ফেরেননি সোনালী৷ তাঁর সঙ্গে রয়েছে আড়াই বছরের শিশুকন্যাও৷ তবে সোনালীর সঙ্গে স্থানীয় কয়েকজন সাংবাদিক এবং পুলিশ আধিকারিকদের ফোনে যোগাযোগ রয়েছে৷
advertisement
advertisement
গত ১১ ফেব্রুয়ারি একটি নির্মাণ সংস্থায় কর্মরত অশোক পাওয়ার নামে ওই ইঞ্জিনিয়ার এবং আনন্দ যাদব নামে এক শ্রমিককে অপহরণ করে মাওবাদীরা৷ তাঁদেরকে অবুঝমাদের গভীর জঙ্গলে নিজেদের ডেরায় নিয়ে যায় মাওবাদীরা৷ ওই ইঞ্জিনিয়ার এবং শ্রমিক একটি বেসরকারি নির্মাণ সংস্থার হয়ে স্থানীয় একটি নদীর উপরে ব্রিজ নির্মাণের কাজে যুক্ত ছিলেন৷
অশোক পাওয়ার নামে ওই ইঞ্জিনিয়ার আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা৷
advertisement
অশোক পাওয়ারের অপহরণের খবর পেয়ে তাঁর স্ত্রী সহ গোটা পরিবার ছত্তীসগড়ে চলে আসে৷ এর পর স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় আড়াই বছরের মেয়েকে নিয়ে বিজাপুর এবং নারায়ণপুর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবুঝমাদের গভীর জঙ্গলে প্রবেশ করেন সোনালী৷ পাঁচ বছরের বড় মেয়েকে অবশ্য পরিবারের কাছেই রেখে যান সোনালী৷
advertisement
এদিকে সোনালী জঙ্গলে ঢুকলেও ততক্ষণে তাঁর স্বামী এবং অপহৃত শ্রমিককে মুক্তি দেয় মাওবাদীরা৷ তাঁদেরকে উদ্ধার করে বিজাপুরের কাছে কুতরুতে নিয়ে গিয়ে রাখে পুলিশ৷ বিজাপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, খুব শিগগিরই সেখানে পৌঁছবেন সোনালী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2022 5:29 PM IST