Couple in hotel room: হোটেলে গিয়ে শারীরিক সম্পর্ক, হঠাৎ রক্তে ভিজল বিছানা! পুুরুষ সঙ্গীর ভুলে শেষ তরুণী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ওই তরুণীর বাবা মাকেও খবর দেন তাঁর পুরুষ সঙ্গী৷ কিন্তু তাঁরা হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় ওই তরুণীর৷
সুরাত: পুরুষ বন্ধুর সঙ্গে হোটেলে সময় কাটাতে গিয়েছিলেন বছর তেইশের নার্সিং পড়ুয়া৷ হোটেলের ঘরেই ঘনিষ্ঠ হন দু জনে৷৷ কিন্তু তার পরেই বাধল বিপত্তি৷ শারীরিক সম্পর্কের জেরে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় তরুণীর৷ পরিস্থিতি বেগতিক দেখে অনলাইনে গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ বন্ধ করার উপায়েরও খুঁজতে শুরু করেন ওই তরুণীর পুরুষ সঙ্গী৷ যদিও শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই তরুণীর৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাতের নভসরি জেলায়৷ ওই তরুণীর পুরুষ সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
তদন্তে জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর নভসরি জেলার একটি হোটেলে যায় ওই যুগল৷ শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাঁরা৷ কিন্তু সঙ্গমের সময় ওই তরুণীর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়৷ যা দেখে ঘাবড়ে যান দু জনেই৷
advertisement
কিন্তু তরুণীর ওই পুরুষ সঙ্গী তাঁকে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে অথবা অ্যাম্বুল্যান্স না ডেকে অনলাইনে রক্তক্ষরণ বন্ধ করার উপায় খুঁজতে থাকেন৷
এমন কি, একটি কাপড় চেপে ধরেও রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন ওই যুবক৷ তাতেও কাজ হয়নি৷ ততক্ষণে সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই তরুণী৷ কোনও কিছুতেই কাজ না হওয়ায় শেষে নিজের এক বন্ধুকে হোটেলে ডাকেন ওই যুবক৷ এর পর দু জনে মিলে ওই তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান দু জনে মিলে৷ সেখান থেকে ওই তরুণীকে সরকারি হাসপাতালে রেফার করা হয়৷ সরকারি হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়৷
advertisement
ওই তরুণীর বাবা মাকেও খবর দেন তাঁর পুরুষ সঙ্গী৷ কিন্তু তাঁরা হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় ওই তরুণীর৷ ওই তরুণীর দেহ ময়নাতদন্ত এবং ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠায় পুলিশ৷ তরুণীর পুরুষ সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2024 4:19 PM IST

