Tik Tok star found dead: নিজেকে বিয়ে করেও অসুখী? এক বছরেই চরম সিদ্ধান্ত নিলেন ভাইরাল হওয়া সেই তরুণী

Last Updated:

২০২৩ সালে টিকটকে হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠেন কুবরা৷ নিজেই নিজেকে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি৷

কুবরা আইকুট৷
কুবরা আইকুট৷
ইস্তানবুল: নিজেই নিজেকে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছিলেন৷ অভিনব এই কাণ্ড ঘটিয়ে গোটা বিশ্বে ভাইরাল হয়েছিলেন তুরস্কের টিকটক তারকা কুবরা আইকুট৷ কিন্তু নিজেকে বিয়ে করার এক বছরের মধ্যেই চরম সিদ্ধান্ত নিলেন ২৬ বছর বয়সি এই তরুণী৷ ছ তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তিনি৷
সোমবার তুরস্কের রাজধানী ইস্তানবুলের সুলতানবেইলি জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ কুবরার মৃতদেহের সঙ্গেই একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷ কী কারণে কুবরা এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
কুবরার মৃত্যুর পরই গত কয়েকদিন ধরে সমাজমাধ্যমে করা তাঁর বেশ কিছু পোস্ট নজরে এসেছে ভক্তদের৷ ওই পোস্টগুলিতেই কুবরার মানসিক অবসাদের ছাপ স্পষ্ট ছিল মনে করছেন তাঁরা৷ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই সমাজমাধ্যমে করা একটি পোস্টে শরীরের ওজন না বাড়ার জন্য হতাশা প্রকাশ করেছিলেন কুবরা৷ তিনি লেখেন, প্রতিদিন এক কেজি করে ওজন কমে যাচ্ছে৷ জানি না কী করব৷ আমার ওজন বাড়ানো খুবই দরকার৷
advertisement
২০২৩ সালে টিকটকে হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠেন কুবরা৷ নিজেই নিজেকে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি৷ ইনস্টাগ্রামে নিজেকে বিয়ের ঘোষণা করে কুবরা লিখেছেন, মনের মতো কোনও পাত্র খুঁজে পেলাম না যে আমাকে বিয়ে করার যোগ্য৷ বিয়ের পোশাকে হাতে ফুল নিয়ে গাড়ি চালিয়ে, লাজুক ভঙ্গিতে ছবি তুলে সাড়া ফেলে দিয়েছিলেন কুবরা৷ এমন হাসিখুশি একজন মানুষ হঠাৎ কোন অবসাদে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিলেন, তা ভেবে পাচ্ছেন না কুবরার ভক্তরা৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tik Tok star found dead: নিজেকে বিয়ে করেও অসুখী? এক বছরেই চরম সিদ্ধান্ত নিলেন ভাইরাল হওয়া সেই তরুণী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement