প্রয়াত পর্রীকর, গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর খোঁজ শুরু বিজেপির
Last Updated:
#পানাজি: মনোহর পর্রীকরের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, তবে এর মধ্যেই গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রীর আসনে কে বসতে চলেছেন তা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে গোয়ার বিজেপি নেতৃত্বাধীন জোট।
বিজেপি, গোয়া ফরওয়ার্ড পার্টি, এমজিপি ও নির্দল নিয়ে জোট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন পর্রীকর। এছাড়াও, পানাজি আসনের প্রতিনিধি ছিলেন তিনি ও স্বাভাবিকবভাবেই উপনির্বাচন অবশ্যম্ভাবী । ২৩ এপ্রিল গোয়ার শিরোদা, মান্দ্রেম ও মপুসায় ইতিমধ্যেই উপনির্বাচন হতে চলেছে লোকসভা নির্বাচনের সঙ্গেই।
পর্রীকরের প্রয়াণের ফলে রাজ্যপালের কাছে নয়া মনোনিত প্রার্থীর নাম পেশ করতে হবে শাসক জোটকে ও রাজ্যপাল সম্মতি না দিলে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গড়ার নির্দেশ দিতে পারেন তিনি ।
advertisement
advertisement
এই মুহূর্তে গোয়া বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এগিয়ে রয়েছে কংগ্রেস । কংগ্রেস বিধায়কের সংখ্যা ১৪ ; বিজেপির দুই বিধায়ক ইস্তফা দেওয়ার ফলে ও এক বিধায়কের মৃত্যুর কারণে বিজেপি জোটের বিধায়ক সংখ্যা ছিল ১৩। ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভায় এইমুহূর্তে ৪টি শূন্য আসন রয়েছে।
গতকালই গোয়ায় সরকার গড়ার আর্জি জানিয়ে রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে আর্জি জানিয়েছিল কংগ্রেস । পর্রীকরের প্রয়াণের খবর আসার পরই জরুরি বৈঠক করেছেন গোয়া ফরওয়ার্ড পার্টি ও এমজিপির প্রতিনিধি দল ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2019 10:14 PM IST