বিতর্কে রাজনাথ সিং, ‘অসহিষ্ণুতা’য় পার্লামেন্টে শুরু শীতকালীন অধিবেশন

Last Updated:
#নয়াদিল্লি:  শীতকালীন অধিবেশনের শুরুর দিনই উত্তাল হয়ে উঠল পার্লামেন্ট ৷ ‘অসহিষ্ণুতা’র বিতর্কের জের গিয়ে পড়ল লোকসভার অন্দরেও ৷ এবার অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন দেশের সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ পার্লামেন্টে সংবিধান দিবস উপলক্ষ্যে অসহিষ্ণুতা ইস্যুতে বক্তব্য রাখার সময় তিনি বলেন, আজকের রাজনীতিতে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি সব চেয়ে বেশি অপব্যবহার করা হচ্ছে ৷’ শুধু তাই নয়,  সম্প্রতি বলিউড অভিনেতার আমির খানের করা মন্তব্যকেও কটাক্ষ্ করে তিনি বলেন, ‘ সংবিধান রচনার সময় আম্বেদকারজিকেও অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল কিন্তু তিনি কোনও দিন দেশ ছাড়ার কথা ভাবেননি ৷’
কয়েকদিন ধরেই অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছে দেশের বিভিন্ন স্তরের মানুষ ৷ অধিবেশন শুরুর কিছু দিন আগেই অভিনেতা আমির খানের  অসহিষ্ণুতা নিয়ে করা মন্তব্য আরও উস্কে দিয়েছিল এই বিষয়টিকে ৷ স্বভাবতই এই ইস্যুতে অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা ছিল { আগে থেকেই হলও তাই ৷
কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রীর ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্য করার সময় সংবিধানের দুটি শব্দ ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রীক’ নিয়েও কথা বলেন ৷ রাজনাথ সিং জানান, ‘ভারতের সংবিধানে প্রথমে ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রীক এই দুটি শব্দ ছিল না ৷ কিন্তু পরে সংবিধান সংশোধন করে এগুলি যোগ করা হয় ৷  সংবিধান দিবসে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানান ডা: বিআর আম্বেদকার, ডা: রাজেন্দ্র প্রসাদ ও পণ্ডিত নেহেরুকে ৷ সঙ্গে রাজনাথ সিংহ বলেন, ‘ডা: বিআর আম্বেদকার ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রীক সংবিধানে রাখার প্রযোজন মনে করেননি ৷ কারন তিনি মনে করতেন এটা আমাদের মধ্যেই রয়েছে ৷’
advertisement
advertisement
রাজনাথ সিংয়ের মন্তব্য নিয়ে স্বভাবতই সমালোচনা শুরু হয় গোটা পার্লামেন্ট জুড়ে ৷ মন্তব্যে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রীক’ শব্দ ব্যবহার করায় রাজনাথ সিংয়ের কড়া আপত্তি করেন বিরোধিরা ৷ কংগ্রেস জানান, ডা: বিআর আম্বেদকার এই দুটি শব্দ সংবিধানে সংযোজন করতে চেয়েছিলেন কিন্তু বিরোধিতার সম্মুখিন হতে হয়েছিল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিতর্কে রাজনাথ সিং, ‘অসহিষ্ণুতা’য় পার্লামেন্টে শুরু শীতকালীন অধিবেশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement