#নয়াদিল্লি: ১১ ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন । অধিবেশন চলবে ৮ জানুয়ারি পর্যন্ত । লোকসভা নির্বাচনের আগে এটিই হতে চলেছে মোদি সরকারের পূর্ণাঙ্গ অধিবেশন। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে নভেম্বরের জায়গায় ডিসেম্বরে শুরু হবে অধিবেশন। এই সিদ্ধান্ত নিয়েছে সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি।
ঘটনাচক্রে ওই দিনই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ও তার প্রভাব অধিবেশনের প্রথম দিনেই পড়বে বলে মনে করা হচ্ছে । এই বিষয়ে সবকটি রাজনৈতিক দলগুলির সহযোগিতা প্রত্যাশা করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী বিজয় গোয়েল ।
তিন তালাক বিল এখনও পর্যন্ত রাজ্য সভার অনুমোদন পায়নি । তিন তালাককে অপরাধ গণ্য করার আইন প্রণয়ন করা নিয়ে ফের দাবি জানাবে কেন্দ্রীয় শাসক দল । এছাড়াও, মেডিক্যাল কাউন্সিল অর্ডিন্যান্স ও কোম্পানী অ্যাক্ট সংশোধনীয় অর্ডিন্যান্স পাশ হওয়ার সম্ভাবনাও রয়েছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Triple Talaq, Winter Session 2018, তিন তালাক বিল, শীতকালীন অধিবেশন