লোকসভা নির্বাচনের আগে শেষবার, ১১ ডিসেম্বর থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন

Last Updated:
#নয়াদিল্লি: ১১ ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন । অধিবেশন চলবে ৮ জানুয়ারি পর্যন্ত । লোকসভা নির্বাচনের আগে এটিই হতে চলেছে মোদি সরকারের পূর্ণাঙ্গ অধিবেশন। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে নভেম্বরের জায়গায় ডিসেম্বরে শুরু হবে অধিবেশন। এই সিদ্ধান্ত নিয়েছে সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি।
ঘটনাচক্রে ওই দিনই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ও তার প্রভাব অধিবেশনের প্রথম দিনেই পড়বে বলে মনে করা হচ্ছে । এই বিষয়ে সবকটি রাজনৈতিক দলগুলির সহযোগিতা প্রত্যাশা করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী বিজয় গোয়েল ।
তিন তালাক বিল এখনও পর্যন্ত রাজ্য সভার অনুমোদন পায়নি । তিন তালাককে অপরাধ গণ্য করার আইন প্রণয়ন করা নিয়ে ফের দাবি জানাবে কেন্দ্রীয় শাসক দল । এছাড়াও, মেডিক্যাল কাউন্সিল অর্ডিন্যান্স ও কোম্পানী অ্যাক্ট সংশোধনীয় অর্ডিন্যান্স পাশ হওয়ার সম্ভাবনাও রয়েছে ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভা নির্বাচনের আগে শেষবার, ১১ ডিসেম্বর থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement