অসমে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে কী সরকার গড়বে বিজেপি জোট ?

Last Updated:

চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা সম্পন্ন হয়েছে ৷ এবার ফলাফলের পালা ৷ দীর্ঘ আড়াই মাসের লড়াই শেষ ৷ পাঁচ রাজ্যে সরকার গড়বে কে ? এই মুহূর্তে এটাই সব চেয়ে বড় প্রশ্ন ৷ ভোটের ফল নিয়ে উত্তেজনার পারদ চড়ছে পাঁচ রাজ্যেই ৷ সিংহাসন দখলের লড়াইয়ে কে জিতবে তা জানতে কৌতুহলের শেষ নেই ৷ নেতা থেকে জনতা সকলেরই রক্তচাপ উর্ধ্বমুখী ৷ ১৯ তারিখ জানা যাবে ভোটের ফলাফল ৷ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷

#গুয়াহাটি: চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচন ৷ এবার ফলাফলের পালা ৷  দীর্ঘ আড়াই মাসের লড়াই শেষ ৷ পাঁচ রাজ্যে সরকার গড়বে কে ? এই মুহূর্তে এটাই সব চেয়ে বড় প্রশ্ন ৷ ভোটের ফল নিয়ে উত্তেজনার পারদ চড়ছে পাঁচ রাজ্যেই ৷  সিংহাসন দখলের লড়াইয়ে কে জিতবে তা  জানতে কৌতুহলের শেষ নেই ৷ নেতা থেকে জনতা সকলেরই রক্তচাপ উর্ধ্বমুখী ৷ ১৯ তারিখ জানা যাবে ভোটের ফলাফল ৷ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷
মোট দু’দফায় ভোট গ্রহণ হয়েছে অসম রাজ্যে ৷  মোট ১২৬ আসনের মধ্যে এপ্রিলের ৪ তারিখ প্রথম দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ৬৫ আসনে ৷  মোট বুথের সংখ্যা ছিল ১২,১৯০।
দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় এপ্রিলের ১১ তারিখ ৷ এদিন বাকি ৬১ আসনে ভোট গ্রহণ হয় ৷  নির্বাচনে মূল লড়াই ছিল শাসক কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি-অগপ-বিপিএফ জোটের।
advertisement
advertisement
কড়া নিরাপত্তায় মোটের ওপরে শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে অসমের ভোট গ্রহণ পর্ব ৷ অসমে প্রথম দফায় ভোট পড়েছে ৭৮ শতাংশ ৷ দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি ৷
গত ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন জাতীয় কংগ্রেসের তরুণ গগৈ ৷  চতুর্থ বারের জন্যেও কী ক্ষমতায় আসতে চলেছে তরুণ গগৈয়ের সরকার না কি পালা বদল হবে এবার অসমে ? আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তার পরই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে ৷
advertisement
তবে অসমে ক্ষমতা দফলের লড়াইয়ে সমস্ত সমীক্ষা কিন্তু এগিয়ে রাখছে বিজেপি-অগপ-বিপিএফ জোটকে ৷ ১২৬ আসনের অসম বিধানসভায় ম্যাজিক সংখ্যা ৬৪।  বিভিন্ন সার্ভে সংস্থার করা সমীক্ষায় অনুযায়ী, কংগ্রেসকে অনেকটা পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি জোট ৷  নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে সমীক্ষায় ৷
টাইমস নাউ-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, অসমে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি জোট ও কংগ্রেসের মধ্যে ৷
advertisement
এবিপি আনন্দ-এসি নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা, বিজেপি-অগপ-বিপিএফ পেতে চলেছে ৮১ টি আসন, কংগ্রেস ৩৩ টি আসন ৷
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি পেতে চলেছে ৭৯ থেকে ৯৩টি আসন। বিহার বিধানসভায় পরাজয়ের পর অসম জয়ই ছিল বিজেপির মূল লক্ষ্য ৷
গত বারের অসম বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৫টি আসন ৷ ৭৮টি আসন পেয়েছিল কংগ্রেস ৷
advertisement
এবার কী ম্যাজিক সংখ্যা ৬৪ ছাড়িয়ে যাবে বিজেপি জোট ?
এবার অসমের নির্বাচন বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ যে পাঁচটি রাজ্যে ভোট গ্রহণ হয়েছে তাতে কেবল অসমেই ক্ষমতাই আসার সম্ভাবনা রয়েছে বিজেপির ৷ বিহার বিধানসভায় শোচনীয় পরাজয়ের পর অসম নির্বাচন ছিল মোদি ও অমিত শাহর জুটি ফের ঘুরে দাঁড়ানোর লড়াই ৷ এই লড়াইয়ে কে জিতেবে তা এখন কেবল সময়ের অপেক্ষা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অসমে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে কী সরকার গড়বে বিজেপি জোট ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement