এবার কী নোট বদল বাতিলের পথে হাঁটতে চলেছে কেন্দ্র ?
Last Updated:
আজ ব্যাঙ্কে বন্ধ নোট বদলের সুবিধা পাবেন শুধু প্রবীণরাই। নোট বদল ছাড়া নিজের ব্যাঙ্কে বাকি জরুরি কাজ সেরে ফেলতে পারবেন গ্রাহকরা।
#কলকাতা: আজ ব্যাঙ্কে বন্ধ নোট বদলের সুবিধা পাবেন শুধু প্রবীণরাই। নোট বদল ছাড়া নিজের ব্যাঙ্কে বাকি জরুরি কাজ সেরে ফেলতে পারবেন গ্রাহকরা। বেশ কয়েকদিন ধরেই নোট বদলের ধাক্কায় থমকে ব্যাঙ্কের অন্য সব কাজ। তাই এই সিদ্ধান্ত বলে দাবি আইবিএ-র। তবে নোট বদল একেবারে বাতিল নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি অর্থমন্ত্রক। শুক্রবার রাতে এব্যাপারে প্রশ্ন এড়িয়ে যান আর্থিক পরিষেবা সচিব শক্তিকান্ত দাস। পাঁচশো ও হাজার টাকার নোট বদল বাতিলের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। শুক্রবার এই খবর নতুন করে সংশয় তৈরি হয়। কেন্দ্রের তরফে বার্তা না আসায় জল্পনা বাড়ছে।
বারবার সিদ্ধান্ত বদলাচ্ছে কেন্দ্র। হয়রানি বাড়ছে সাধারণ মানুষের। পরিকাঠামো তৈরি না করেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়াতেই জট আরও বাড়ছে। নোট বাতিলের ঘোষণার পর এখনও ১২ বার সিদ্ধান্ত বদলেছে কেন্দ্র। ফল, সাধারণ মানুষের ভোগান্তি। মোদি প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ।
প্রথমে সিদ্ধান্ত। তাতে সমস্যা প্রকট হতেই তড়িঘড়ি নতুন সিদ্ধান্ত। ব্যর্থতা ঢাকতে আরও এক ভুল সিদ্ধান্ত। গত ৯ দিন ধরে এটাই মোদি প্রশাসনের রুটিন।
advertisement
advertisement
৮ নভেম্বর রাতে সিদ্ধান্ত ঘোষণা। তারপর ১০ দিনের মধ্যেই ১২ বার সিদ্ধান্ত বদল। কখনো নোট বিনিময়ের ঊর্ধ্বসীমা বাড়ানো আবার কখনো তা কমিয়ে দেওয়া। হঠাৎ করেই মনে পড়ে যাওয়া বিয়ের মরশুমের কথা। প্রায় প্রতিদিনই বদলেছে কেন্দ্রের সিদ্ধান্ত। সেকথা তুলে ধরতে ভরসা সংবাদমাধ্যম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2016 10:11 AM IST