#RIPArunJaitley: স্ত্রী-পুত্রকে শোকবার্তা প্রধানমন্ত্রীর, সফর বাতিল না করার অনুরোধ পরিবারের
Last Updated:
জেটলির প্রয়াণে শোকাহত মোদি ৷ বললেন, ‘বিজেপি ও অরুণ জেটলি হল অবিচ্ছেদ্য জুটি ৷ আমরা ওনার অভাব অনুভব করব ৷’
#নয়াদিল্লি: ফের জাতীয় রাজনীতিতে নক্ষত্র পতন ৷ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ শনিবার দুপুর ১২.০৭ মিনিটে দিল্লির AIIM-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর ৷ জেটলির প্রয়াণে শোকাহত মোদি ৷ বললেন, ‘বিজেপি ও অরুণ জেটলি হল অবিচ্ছেদ্য জুটি ৷ আমরা ওনার অভাব অনুভব করব ৷’
এই মুহূর্তে বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকেই অরুণ জেটলির স্ত্রী ও পুত্র রোহনের সঙ্গে কথা বলেন তিনি ৷ মোদিকে তাঁর কাজ চালিয়ে যেতেই আবেদন ৷ ‘সফর কাটছাঁট করে ফেরার প্রয়োজন নেই’, ফোনে আবেদন জেটলির পরিবারের ৷ তাঁরা প্রধানমন্ত্রীকে সফর কাঁটছাঁট করে দেশে না ফেরার অনুরোধ জানান ৷ একথাও ট্যুইটারে নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তা লিখেছেন, ‘প্রখ্যাত রাজনীতিবিদদের অন্যতম জেটলিজি ৷ সমাজের সবস্তরে রমানুষ তাঁকে পছন্দ করতেন ৷ ভারতীয় সংবিধান নিয়ে তাঁর জ্ঞান ছিল অনবদ্য ৷ একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ৷ দেশের আর্থিক বৃদ্ধিতে তাঁর অবদান ছিল ৷ অরুণ জেটলির তৈরি নীতির সুফল মিলেছে ৷ অন্য দেশের সঙ্গে ভারতের ব্যবসা বেড়েছে ৷’
advertisement
advertisement
দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির সংক্রমণে ভুগছিলেন অরুণ জেটলি ৷ ৯ অগাস্ট থেকে এইমসে ভর্তি ছিলেন তিনি ৷ লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় তাঁকে ৷ কয়েক সপ্তাহের লড়াইয়ের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
সুষমা স্বরাজের পর ফের প্রয়াণ এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ৷ শুধু মোদির মন্ত্রিসভাতেই নয়, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন অরুণ জেটলি ৷ অর্থমন্ত্রকের ব্যাটন হাতে নিয়ে দেশে কালো টাকা ফিরিয়ে আনতে নোটবন্দি ও জিএসটি-র মতো অর্থনৈতিক পরিকাঠামোর একাধিক সংস্কার ঘটেছে তাঁরই নেতৃত্বে ৷
advertisement
With the demise of Arun Jaitley Ji, I have lost a valued friend, whom I have had the honour of knowing for decades. His insight on issues and nuanced understanding of matters had very few parallels. He lived well, leaving us all with innumerable happy memories. We will miss him!
— Narendra Modi (@narendramodi) August 24, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2019 2:41 PM IST