ভারতীয়দের আধারের সমস্ত তথ্য নাকি চুরি করছে আমেরিকা !

Last Updated:

ভারতীয়দের আধারের সমস্ত তথ্য নাকি চুরি করছে আমেরিকা !

 #নয়াদিল্লি: আঙুলের ছাপ থেকে চোখের মণি, বায়োলজিক্যাল তথ্য থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ ভারতীয়দের এরকমই ব্যক্তিগত তথ্য নাকি এখন মার্কিন মুলুকের গোয়েন্দাদের তথ্যভান্ডারে ! ভারতীয়দের আধার তথ্য চুরি করছে CIA ৷ এমনই বিস্ফোরক দাবি তুলেছে উইকিলিকস ৷
আধার তথ্য ফাঁসের অভিযোগ উঠছে বহুদিন ধরেই, সেই বিতর্কে নয়া আগুন দিল সম্প্রতি উইকিলিকসের প্রকাশিত এই রিপোর্ট ৷ উইকিলিকসের দাবি, ভারতীয় নাগরিকদের উপর নজরদারি চালাচ্ছে CIA ৷ মার্কিন এই গোয়েন্দা সংস্থা আধুনিক ও উন্নত প্রযুক্তির সাহায্যে ভারতীয়দের আধারের গোপন তথ্য হাতিয়ে নেবে বলে নিজেদের ওয়েবসাইটে আশঙ্কা প্রকাশ করেছে উইকিলিকস ৷
advertisement
ক্রসম্যাচ টেকনোলজিস সংস্থা এক্সপ্রেস লেনের তৈরি সাইবার যন্ত্রের মাধ্যমে অনলাইনে গোয়েন্দাগিরি চালায় CIA ৷ সেই প্রযুক্তি ব্যবহার করেই আধার ডেটাবেস হাতিয়ে নেওয়া সম্ভব বলে জানাচ্ছে উইকিলিকস ৷ সেই যন্ত্র ব্যবহার করেই নাকি এখন অনলাইনে ভারতীয়দের তথ্যে নজরদারি চালাচ্ছে আমেরিকা ৷
advertisement
আসলে CIA-এর একটি শাখা ওটিএস, সারা বিশ্বের নাগরিকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে নিজেদের মধ্যে চালাচালি করে ৷ তথ্য দিতে অনিচ্ছুক দেশের সরকারি ডেটাবেস থেকে বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার মতোই ঘটনা এর আগেও ঘটিয়েছে সংস্থাটি ৷
advertisement
২৪ অগাস্ট গোপনীয়তাকে নাগরিকদের মৌলিক অধিকার বলে স্বীকৃতি দিয়েছে সু্প্রিম কোর্ট ৷ আধার তথ্য প্রকাশ্যে আনা নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয় সেই শুনানি চলাকালীনই শীর্ষ আদালতের এমন যুগান্তকারী রায় ৷ আধার কার্যের তথ্যের নিরাপত্তা নিয়ে বিতর্ককে আরও বাড়িয়ে দিল উইকিলিকসের এই দাবি ৷
ভারতে আধার তথ্য সংগ্রহ ও সংরক্ষণের দায়িত্বভার UIDAI-এর হাতে ৷ আমেরিকার হাতে ভারতীয়দের আধার তথ্য যাওয়ার জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তাদের তরফে নাগরিকদের সম্পূর্ণ আশ্বস্ত করে জানানো হয়েছে, ভারতীয়দের আধার তথ্য পুরোপুরি ‘এনক্রিপ্টেড’ এবং সুরক্ষিত ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতীয়দের আধারের সমস্ত তথ্য নাকি চুরি করছে আমেরিকা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement