#নয়াদিল্লি: আঙুলের ছাপ থেকে চোখের মণি, বায়োলজিক্যাল তথ্য থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ ভারতীয়দের এরকমই ব্যক্তিগত তথ্য নাকি এখন মার্কিন মুলুকের গোয়েন্দাদের তথ্যভান্ডারে ! ভারতীয়দের আধার তথ্য চুরি করছে CIA ৷ এমনই বিস্ফোরক দাবি তুলেছে উইকিলিকস ৷
আধার তথ্য ফাঁসের অভিযোগ উঠছে বহুদিন ধরেই, সেই বিতর্কে নয়া আগুন দিল সম্প্রতি উইকিলিকসের প্রকাশিত এই রিপোর্ট ৷ উইকিলিকসের দাবি, ভারতীয় নাগরিকদের উপর নজরদারি চালাচ্ছে CIA ৷ মার্কিন এই গোয়েন্দা সংস্থা আধুনিক ও উন্নত প্রযুক্তির সাহায্যে ভারতীয়দের আধারের গোপন তথ্য হাতিয়ে নেবে বলে নিজেদের ওয়েবসাইটে আশঙ্কা প্রকাশ করেছে উইকিলিকস ৷
ক্রসম্যাচ টেকনোলজিস সংস্থা এক্সপ্রেস লেনের তৈরি সাইবার যন্ত্রের মাধ্যমে অনলাইনে গোয়েন্দাগিরি চালায় CIA ৷ সেই প্রযুক্তি ব্যবহার করেই আধার ডেটাবেস হাতিয়ে নেওয়া সম্ভব বলে জানাচ্ছে উইকিলিকস ৷ সেই যন্ত্র ব্যবহার করেই নাকি এখন অনলাইনে ভারতীয়দের তথ্যে নজরদারি চালাচ্ছে আমেরিকা ৷
আসলে CIA-এর একটি শাখা ওটিএস, সারা বিশ্বের নাগরিকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে নিজেদের মধ্যে চালাচালি করে ৷ তথ্য দিতে অনিচ্ছুক দেশের সরকারি ডেটাবেস থেকে বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার মতোই ঘটনা এর আগেও ঘটিয়েছে সংস্থাটি ৷
২৪ অগাস্ট গোপনীয়তাকে নাগরিকদের মৌলিক অধিকার বলে স্বীকৃতি দিয়েছে সু্প্রিম কোর্ট ৷ আধার তথ্য প্রকাশ্যে আনা নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয় সেই শুনানি চলাকালীনই শীর্ষ আদালতের এমন যুগান্তকারী রায় ৷ আধার কার্যের তথ্যের নিরাপত্তা নিয়ে বিতর্ককে আরও বাড়িয়ে দিল উইকিলিকসের এই দাবি ৷
ভারতে আধার তথ্য সংগ্রহ ও সংরক্ষণের দায়িত্বভার UIDAI-এর হাতে ৷ আমেরিকার হাতে ভারতীয়দের আধার তথ্য যাওয়ার জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তাদের তরফে নাগরিকদের সম্পূর্ণ আশ্বস্ত করে জানানো হয়েছে, ভারতীয়দের আধার তথ্য পুরোপুরি ‘এনক্রিপ্টেড’ এবং সুরক্ষিত ৷
RELEASE: CIA 'Express Lane' system for stealing the biometric databases of its 'partner' agencies around the world. https://t.co/8FefOS2Ljl pic.twitter.com/LPwlAd0Tgr
— WikiLeaks (@wikileaks) August 24, 2017
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AADHAR, Aadhar Card, Aadhar Information Theft, America, CIA, Wikileaks