একটি পলিসি সংস্থার বিজ্ঞাপন নিয়ে তোলপাড়, মানুষ কত অসংবেদনশীল হতে পারে৷ কী করে একজন মানুষের মৃত্যু নিয়ে একটা এমন বিজ্ঞাপন হতে পারে যেখানে সমস্ত পরিশীলিত অনুভূতি একেবারে শেষ হয়ে যাচ্ছে৷
: একটি পলিসি সংস্থার বিজ্ঞাপন নিয়ে তোলপাড়, মানুষ কত অসংবেদনশীল হতে পারে৷ কী করে একজন মানুষের মৃত্যু নিয়ে একটা এমন বিজ্ঞাপন হতে পারে যেখানে সমস্ত পরিশীলিত অনুভূতি একেবারে শেষ হয়ে যাচ্ছে৷ এই বিজ্ঞাপনে একটি জীবন বিমা পলিসির প্রচার করা হয়েছে৷ পরিবারের জন্য জীবন বিমা পলিসি কভারেজ কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে গিয়ে একেবারে মানুষের আবেগকে ভেঙে দিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় এর “অসংবেদনশীল” গল্প বলার জন্য ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। নেটিজেনরা বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন, এটিকে “রণবীর আলাহবাদিয়ার বাবা মাকে নিয়ে জোকস চেয়েও খারাপ” এবং “জঘন্য” বলে ট্রোল করেছেন৷
২৩ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সাম্প্রতিক ভারত বনাম পাকিস্তান খেলা চলাকালীন সম্প্রচারিত টিভি বিজ্ঞাপনটিতে একজন শোকাহত মহিলাকে দেখানো হয়েছিল, যিনি তার প্রয়াত স্বামীর পরিবারের জন্য টার্ম লাইফ ইনসিওরেন্স না কেনায় হওয়ায় হতাশ। মহিলাকে বলতে শোনা যায়: “ম্যায় স্কুল কি ফি ক্যায়সে ভারুঙ্গি, ঘর কা খরচা ভি হ্যায়” -অর্থাৎ স্কুলের ফি কীভাবে দেব? সংসারের খরচও আছে…।
advertisement
Am I the only one who finds this PolicyBazaar ad insanely insensitive?
A man just passed away, and the first thing his wife does is blame him for not buying term insurance?
This isn’t financial awareness, it’s just insensitive storytelling.
এরপর তিনি আরও বলেন, “তুম তো টার্ম লাইফ ইনসিওরেন্স লিয়ে বিনা হি চলে গ্যায়ে,” (তুমি টার্ম লাইফ ইনসিওরেন্স না কিনেই চলে গেলে। এরপর বিজ্ঞাপনটিতে ক্যামেরাটি তাঁর প্রয়াত স্বামীর একটি ফ্রেম করা ছবি দেখা যাচ্ছে৷ যেখানে দেখা যাচ্ছে এক ভদ্রলোকের ফটোতে মালা পরা ছিল, অর্থাৎ বিধবা মহিলার স্বামীর দিকে ইঙ্গিত করেছিল৷
বিজ্ঞাপনের বার্তাটি পরিবারের জন্য আর্থিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরার জন্য হলেও, অনেক নেটিজেন এই অ্যাওয়ারনেস বিজ্ঞাপনটিকে নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “একজন মানুষ সবেমাত্র মারা গেছেন, এবং তার স্ত্রী প্রথমেই তাঁকে টার্ম ইনসিওরেন্স না কেনার জন্য দোষারোপ করেন? এটা আর্থিক সচেতনতা নয়, এটা কেবল অসংবেদনশীলতা৷ “
advertisement
Am I the only one who finds this PolicyBazaar ad insanely insensitive?
A man just passed away, and the first thing his wife does is blame him for not buying term insurance?
This isn’t financial awareness, it’s just insensitive storytelling.
একজন ব্যবহারকারী উত্তর দিয়েছেন, “এটি কেবল অসংবেদনশীলই নয়, এটি জঘন্যও। বড় হও নীতিবাজার। এই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলো এবং একটি যুক্তিসঙ্গত বিজ্ঞাপন চালু করো।” দ্বিতীয় ব্যবহারকারী মন্তব্য করেছেন, “মানুষ এবং মানবতার অপমান। রণবীর আল্লাবাদিয়ার চেয়েও খারাপ।” ইউটিউবার রণবীর আলাহবাদিয়া সম্প্রতি ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট শোতে তার জঘন্য রসিকতা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
আরও এক নেটিজেন লিখেছেন, “মহিলা যেভাবে তার সংলাপগুলি উপস্থাপন করেছেন তাও তার প্রয়াত স্বামীর প্রতি ক্রোধে পরিপূর্ণ। এই বিজ্ঞাপনের লেখক এবং নির্মাতারা কতটা অসংবেদনশীল হতে পারেন। একেবারেই জঘন্য।”