KKR Lobby and Gambhir: একটাই জিনিস নাকি গম্ভীর বোঝেন, তা হল নিজের লবি, কেকেআর লবি এখন রাজ করছে ভারতীয় ক্রিকেটে

Last Updated:
KKR Lobby and Gambhir: কেকেআর জার্সিতে সফল এই মিস্ট্রি স্পিনারের ৫০-ওভারের ফরম্যাটে অভিষেক হয়নি ইংল্যান্ড সিরিজের আগে পর্যন্ত। তবুও, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বরুণ বল নিয়ে জ্বলে উঠলেন, প্রমাণ করে দিলেন গম্ভীরের প্রতিটা বাজিই একদম সঠিক জায়গায় পড়ছে৷
1/8
: কেকেআর লবি নিয়ে গৌতম গম্ভীরের টান সকলেই জানেন৷ কারোর কথায় কিছু গায়ে না মেখে রীতিমতো নিজের পছন্দের কেকেআর ক্রিকেটারদের মাথায় করে রাখেন ভারতের প্রধান কোচ৷ তাঁর প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সঙ্গী হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং এমনকি শ্রেয়স আইয়ারের জাতীয় দলে নির্বাচনের জন্য অল আউট যান তিনি৷ 
: কেকেআর লবি নিয়ে গৌতম গম্ভীরের টান সকলেই জানেন৷ কারোর কথায় কিছু গায়ে না মেখে রীতিমতো নিজের পছন্দের কেকেআর ক্রিকেটারদের মাথায় করে রাখেন ভারতের প্রধান কোচ৷ তাঁর প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সঙ্গী হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং এমনকি শ্রেয়স আইয়ারের জাতীয় দলে নির্বাচনের জন্য অল আউট যান তিনি৷
advertisement
2/8
এভাবে একটা সেট ভারতীয় দলকে ঘেঁটে একেবারে নিজের কাছের কেকেআর প্লেয়ারদের দলে ঢোকানোয় তীব্র সমালোচিত হয়েছিলেন গোতি৷  এদিকে গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় পুরো ক্রিকেট ফ্যানবেসকে ইউ-টার্ন নিতে বাধ্য করেছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ওডিআই দলে বরুণ চক্রবর্তীর অন্তর্ভুক্তির পিছনে গম্ভীরই চাপ দিয়েছিলেন বলে থিঙ্কট্যাঙ্ক সূত্রে খবর৷
এভাবে একটা সেট ভারতীয় দলকে ঘেঁটে একেবারে নিজের কাছের কেকেআর প্লেয়ারদের দলে ঢোকানোয় তীব্র সমালোচিত হয়েছিলেন গোতি৷  এদিকে গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় পুরো ক্রিকেট ফ্যানবেসকে ইউ-টার্ন নিতে বাধ্য করেছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ওডিআই দলে বরুণ চক্রবর্তীর অন্তর্ভুক্তির পিছনে গম্ভীরই চাপ দিয়েছিলেন বলে থিঙ্কট্যাঙ্ক সূত্রে খবর৷
advertisement
3/8
কেকেআর জার্সিতে সফল এই মিস্ট্রি স্পিনারের ৫০-ওভারের ফরম্যাটে অভিষেক হয়নি ইংল্যান্ড সিরিজের আগে পর্যন্ত। তবুও, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বরুণ বল নিয়ে জ্বলে উঠলেন, প্রমাণ করে দিলেন গম্ভীরের প্রতিটা বাজিই একদম সঠিক জায়গায় পড়ছে৷
কেকেআর জার্সিতে সফল এই মিস্ট্রি স্পিনারের ৫০-ওভারের ফরম্যাটে অভিষেক হয়নি ইংল্যান্ড সিরিজের আগে পর্যন্ত। তবুও, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বরুণ বল নিয়ে জ্বলে উঠলেন, প্রমাণ করে দিলেন গম্ভীরের প্রতিটা বাজিই একদম সঠিক জায়গায় পড়ছে৷
advertisement
4/8
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ব্যাট হাতে, শ্রেয়স আইয়ারই ভারতের ডুবন্ত জাহাজকে টেনে এনেছিলেন৷  শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির তিন তারকা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর শ্রেয়সই ব্যাট হাতে দেওয়াল হিসেবে দাঁড়ান। আন্তর্জাতিক টিম সিলেকশনে  'কেকেআর কোটা' ব্যবহার করার জন্য সোশ্যাল মিডিয়ায় বারবার তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে৷
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ব্যাট হাতে, শ্রেয়স আইয়ারই ভারতের ডুবন্ত জাহাজকে টেনে এনেছিলেন৷  শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির তিন তারকা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর শ্রেয়সই ব্যাট হাতে দেওয়াল হিসেবে দাঁড়ান। আন্তর্জাতিক টিম সিলেকশনে  'কেকেআর কোটা' ব্যবহার করার জন্য সোশ্যাল মিডিয়ায় বারবার তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে৷
advertisement
5/8
গম্ভীরের সাহসী সিদ্ধান্তকে নিয়ে এখন উপরোধে ঢেঁকি গেলার মত অবস্থা ফ্যানদের৷ তাঁরা বুঝতেই পারছেন এই মুহূর্তে গোতির সব সিদ্ধান্তই একেবারে ঠিকঠাক জায়গায় পড়ছে৷
গম্ভীরের সাহসী সিদ্ধান্তকে নিয়ে এখন উপরোধে ঢেঁকি গেলার মত অবস্থা ফ্যানদের৷ তাঁরা বুঝতেই পারছেন এই মুহূর্তে গোতির সব সিদ্ধান্তই একেবারে ঠিকঠাক জায়গায় পড়ছে৷
advertisement
6/8
বহু ফ্যান ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের পর গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করার জন্য ক্ষমা চেয়েছে। কেকেআর কোটার মিমগুলি এখন কী করবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে৷
বহু ফ্যান ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের পর গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করার জন্য ক্ষমা চেয়েছে। কেকেআর কোটার মিমগুলি এখন কী করবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে৷
advertisement
7/8
বরুণ ২০২১ ভারতের টি-টোয়েন্টি দলে এসেছিলেন কিন্তু টুর্নামেন্টটিতে স্পিনারদের পারফর্ম করার জন্য পরিকল্পনা অনুযায়ী হয়নি। যাইহোক, কিউইদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ঘটিয়ে অভিজ্ঞ স্পিনার প্রমাণ করেছেন যে তিনি অতীতের ভূতগুলিকে তার পিছনে রেখে
বরুণ ২০২১ ভারতের টি-টোয়েন্টি দলে এসেছিলেন কিন্তু টুর্নামেন্টটিতে স্পিনারদের পারফর্ম করার জন্য পরিকল্পনা অনুযায়ী হয়নি। যাইহোক, কিউইদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ঘটিয়ে অভিজ্ঞ স্পিনার প্রমাণ করেছেন যে তিনি অতীতের ভূতগুলিকে তার পিছনে রেখে
advertisement
8/8
কিন্তু, জসপ্রীত বুমরাহকে বাদ দেওয়ার পর প্রধান কোচ গম্ভীর তাকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে যোগ না করলে এর কিছুই সম্ভব হতো না। চক্রবর্তীর যোগ করার অর্থ হল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৫ জন স্পিনারকে দুবাইতে পাঠিয়েছে, একটি সিদ্ধান্ত যা অনেকের দ্বারা সমালোচিত হয়েছিল। কিন্তু, গম্ভীর এখন প্রমাণ করেছেন, তিনি সঠিক ছিলেন।
কিন্তু, জসপ্রীত বুমরাহকে বাদ দেওয়ার পর প্রধান কোচ গম্ভীর তাকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে যোগ না করলে এর কিছুই সম্ভব হতো না। চক্রবর্তীর যোগ করার অর্থ হল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৫ জন স্পিনারকে দুবাইতে পাঠিয়েছে, একটি সিদ্ধান্ত যা অনেকের দ্বারা সমালোচিত হয়েছিল। কিন্তু, গম্ভীর এখন প্রমাণ করেছেন, তিনি সঠিক ছিলেন।
advertisement
advertisement
advertisement