তামিলনাড়ুর মসনদে কে বসবেন, এম করুণানিধি না জয়ললিতা ?

Last Updated:

পশ্চিমবঙ্গ, অসমের পর ভোট হওয়ার পালা ছিল কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ৷ সোমবার ১৬ মে নিরাপত্তার ঘেরাটোপে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ হয় তিন রাজ্যে ৷ গত ৪ এপ্রিল ভোটগ্রহণ পর্ব শুরু হয় পাঁচটি রাজ্যে ৷ পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণা হবে বৃহস্পতিবার ১৯ মে ৷ যেখানে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হয়েছে ছ’দফায়, সেখানেই মাত্র এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে তামিলনাড়ুতে ৷ তামিলনাড়ুর মসনদে কে বসবেন ? এম করুণানিধি না জয়ললিতা ? তারই ফলাফল জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যে ৷ তামিলনাড়ুতে প্রায় ৩,৭২৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৷ ২৩২টি আসনে ভোট চলছে ৷ বেশ কয়েক দশক ধরে তামিলনাড়ুতে ক্ষমতা দখলের লড়াই চলে এসেছে AIADMK ও DMK এর মধ্যে ৷

#চেন্নাই: পশ্চিমবঙ্গ, অসমের পর ভোট হওয়ার পালা ছিল কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ৷ সোমবার ১৬ মে নিরাপত্তার ঘেরাটোপে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ হয় তিন রাজ্যে ৷ গত ৪ এপ্রিল ভোটগ্রহণ পর্ব শুরু হয় পাঁচটি রাজ্যে ৷ পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণা হবে বৃহস্পতিবার ১৯ মে ৷ যেখানে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হয়েছে ছ’দফায়, সেখানেই মাত্র এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে তামিলনাড়ুতে ৷ তামিলনাড়ুর মসনদে কে বসবেন ?  এম করুণানিধি না জয়ললিতা ? তারই ফলাফল জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যে ৷ তামিলনাড়ুতে প্রায় ৩,৭২৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৷ ২৩২টি আসনে ভোট চলছে ৷ বেশ কয়েক দশক ধরে তামিলনাড়ুতে ক্ষমতা দখলের লড়াই চলে এসেছে AIADMK ও DMK এর মধ্যে ৷ তবে এবছর এই রাজ্যে নিজের অস্তিত্বের প্রমান দিতে মরিয়া বিজেপিও ৷
২০১১ সালের বিধানসভা ভোটে জে জয়ললিতার নেতৃত্বাধীন AIADMK জিতে ক্ষমতায় আসে। বিরোধী শক্তি হিসাবে জায়গা করে নেয় এম করুণানিধির দল DMK। ২০১১ সালে AIADMK  পেয়েছিল ১৫০টি আসন, DMK পেয়েছিল ৩২টি আসন।
AIADMK ও DMK এর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে কংগ্রেস ও বিজেপিও। এবছর ডিএমকে ও কংগ্রেস একসঙ্গে নির্বাচনে লড়ছে। অন্যদিকে বিজেপি ও এআইএডিএমকে আলাদা ভাবে লড়ছে।
advertisement
advertisement
তামিলনাড়ু জনমতে ক্ষমতায় আসছে কে ? বুথ ফেরত সমীক্ষা এসেছে প্রকাশ্যে ৷ আর তার পর থেকেই তুঙ্গে উত্তেজনা ৷
ইন্ডিয়া টিভি-সি ভোটার ছাড়া সমস্ত সংস্থার বুথ ফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে-কংগ্রেস জোট ৷ ইন্ডিয়া টিভি-সি ভোটার সমীক্ষার মতে, এবারেও ক্ষমতায় ফিরবে জয়ললিতা সরকার ৷
নিউজ এক্স-চাণক্য বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এআইডিএমকে পেতে চলেছে ৯০ টি আসন, ডিএমকে + কংগ্রেস ১৪০টি আসন ও অন্যান্য ৪ টি আসন ৷
advertisement
টাইমস নাউ-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,  এআইডিএমকে ১৩৯ আসন, ডিএমকে + কংগ্রেস ৭৮ টি আসন, বিজেপি ০ এবং অন্যান্য ১৭ টি আসন পেতে চলেছে ৷
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এআইডিএমকে ৮৯-১০১, ডিএমকে ১০৬-১২০, কংগ্রেস ১৮-২০, বিজেপি ০-৩ ও অন্যান্য- ৪-৮ টি আসন পেতে চলেছে ৷
advertisement
কী হতে চলেছে তামিলনাড়ুর ভোটের ফলাফল ? ক্ষমতা দখলের লড়াইয়ে অবশেষে জিত হবে কার ? ফের কী ক্ষমতায় আসবে জয়ললিতা নাকি চমকে দেবে ভোটের ফলাফল ? সমস্ত কৌতূহল ও অপেক্ষার অবসান ঘটিয়ে ভোটের ফলাফল ঘোষাণা হতে চলেছে আর মাত্র কয়েক ঘণ্টা পর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
তামিলনাড়ুর মসনদে কে বসবেন, এম করুণানিধি না জয়ললিতা ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement