বাড়িতে, সবার সামনেই রণবীর কাপুরকে কষিয়ে থাপ্পড় মারলেন বাবা ঋষি কাপুর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ছেলেকে কষিয়ে চড় বাবার
#মুম্বই: বাড়িতে পুজো হচ্ছে। হাজির গোটা পরিবার! সেখানে জুতো পরে ঢুকে পড়লেন রণবীর কাপুর! আর তারপরেই বিপত্তি! বাবা ঋষি কাপুরের হাতে খেতে হল কষিয়ে থাপ্পড়! তবে ঘটনাটা এখনকার নয়! বেশ অনেকবছর আগের! রণবীর তখন ১২ বছরের! অতশত বুঝতে পারেননি চকোলেট বয়! জুতো পরেই সটান ঢুকে পড়েন ঠাকুরঘরে!
বর্তমানে লকডাউনে গোটা দেশ! ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করে শামসেরার শ্যুটিংয়ের মাঝপথে ফেলে গৃহবন্দি রণবীর। আর এই লকডাউনের অবসরে পুরনো স্মৃতি ঘাটতে কার না ভাললাগে! তা হোক না চড় খাওয়ার!
সম্প্রতি একটি ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায়, হাউজিং সোসাইটির মধ্যে রণবীর কাপুর আর আলিয়া ভাট একসঙ্গে হেঁটে বেরাচ্ছেন। লকডাউনে একসঙ্গে মানে তাঁরা কি একসঙ্গেই গৃহবন্দি রয়েছেন ? ভিডিওটি নেট দুনিয়ায় শেয়ার হতেই মন্তব্যের বন্যা বইয়েছেন নেটিজেনরা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2020 1:57 PM IST