‘ আরে আপনি তো সেই লোক, যার একটা বড় গোঁফ ছিল’, কাকে এমন বলেছিলেন প্রধানমন্ত্রী মোদি জানেন?
Last Updated:
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন প্রাজ্ঞ রাজনৈতিক নেতা ছাড়াও একজন দক্ষ অধিনায়কও ৷ তাঁর সহজ সরল ব্যক্তিত্বের কারণে ভারতীয় জনতা দলের নীচু তলার কর্মীরাও তাঁর কাছের লোক ৷ নরেন্দ্র মোদির ক্ষুরধার স্মরণশক্তি ছাড়াও তাঁর রসিক স্বভাবও পার্টির সকলের কাছে তাঁকে প্রিয় করে তুলেছে ৷ দলের সঙ্গে তিনি এতটাই জুড়ে আছেন যে, ছোট থেকে বড় সমস্ত কর্মকর্তাকে তিনি আলাদা আলাদাভাবে মনে রাখেন ৷ প্রধানমন্ত্রী মোদির এমন স্মরণ শক্তির প্রমাণ মিলল বিজেপির প্রতিষ্ঠা দিবস অর্থাৎ শপথ দিবসে ৷ দলের সমস্ত কর্মকর্তাদের সঙ্গে ভিডিওতে আলাপচারিতায় ধরা পড়ল এমনই দৃশ্য ৷
গত ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলের সব নেতা, কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে নরেন্দ্র মোদি অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এমন সময় বিজেপির হিমাচল প্রদেশের এক কর্মকর্তা প্রবীণ শর্মা নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলা শুরু করতেই সঙ্গে সঙ্গে মোদিজি বলে ওঠেন, ‘আরে আপনি তো সেই লোক, যার ইয়া বড় একটা গোঁফ ছিল?’ মোদিজির মুখে এমন কথা শুনে হ্যাঁ বলতেও প্রবীণ শর্মার মুখ খুলছিল না ৷
advertisement
আসলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর শুরুর দিনে হিমাচল প্রদেশে দলের কাজের দায়িত্বে ছিলেন ৷ সেই সময় মোদিজির সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন হিমাচল প্রদেশের এই কর্মকর্তা ৷ সেসময় তাঁর বড় বড় গোঁফ ছিল ৷ এত বছর পরেও দেশের হাজার খানের কর্মকর্তার মধ্যেও মোদিজি তাঁকে মনে রেখেছেন দেখে অভিভূত হয়ে পড়েন প্রবীণ শর্মা ৷
advertisement
advertisement
কথায় কথায় অন্য এক কর্মকর্তা ভোটের সময় স্ট্রেস সামলানো নিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ চান ৷ উত্তরে নরেন্দ্র মোদি আবারও উদাহরণ হিসেবে প্রবীণ শর্মার কথা বলেন ৷ মোদিজির মতে, হাসি মুখে এত খুশির মেজাজে কিভাবে ভোটের কাজ সামলাতে হয় তা প্রবীণ শর্মাকে দেখে শেখা উচিত ৷ দলের কাজের প্রতি শর্মাজির নিষ্ঠা তাঁকে ভোটের সময় কখনও চাপে পড়তে দেয় না ৷ আলাপচারিতায় শর্মার সঙ্গে তাঁর কাজের মধুর স্মৃতিগুলির স্মৃতিচারণ করেন ৷ বলেন, দলের কাজে হিমাচল প্রদেশে তিনি খুব সুন্দর সময় কাটিয়েছেন ৷ উল্লেখ্য, সেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজারের বেশি বিজেপি কর্মকর্তারা ভিডিও কলের মাধ্যমে কথা বলেন মোদির সঙ্গে ৷ তাদের মধ্যে একজন ছিলেন নরেন্দ্র মোদির এক সময়ের কাজের সঙ্গী প্রবীণ শর্মা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 07, 2018 11:44 AM IST