গোপনীয়তা রক্ষা করতে নতুন পদক্ষেপ হোয়াটসঅ্যাপের
Last Updated:
গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করতে নতুন পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ ৷ এবার থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে পাবেন শুধুমাত্র প্রেরক ও যাঁকে পাঠানো হচ্ছে সে ৷ এর জেরে কোনও তৃতীয় ব্যক্তি আপনার পাঠানো মেসেজ, ভয়েস কল দেখতে বা শুনতে পারবে না ৷ এছাড়াও আরও একটি পরির্বতন এনেছে হোয়াটসঅ্যাপ ৷ অ্যাপে একটি নতুন অপশন যোগ করা হয়েছে যার মাধ্যমে খুব সহজেই আপনি যাচাই করে নিতে পারবেন যে আপনার ফোনে আসা মেসেজটা কোনও হ্যাকার আপনার বন্ধু সেজে পাঠাচ্ছে কি না ৷ এতদিন গ্রুপে পাঠানো ছবি বা ভিডিও সম্পূর্ণ সুরক্ষিত ছিল না ৷ তবে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর পাঠানো মেসেজ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তবে তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে ৷ নতুন এই সুবিধার জন্য এবার থেকে প্রস্তুতকারক সংস্থাও দেখতে পারবে না আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ। একবার মেসেজটি ডেলিভার হয়ে যাওয়ার পর সার্ভারেও তা সংরক্ষিত থাকবে না ৷
#নিউইর্য়ক: গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করতে নতুন পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ ৷ এবার থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে পাবেন শুধুমাত্র প্রেরক ও যাঁকে পাঠানো হচ্ছে সে ৷ এর জেরে কোনও তৃতীয় ব্যক্তি আপনার পাঠানো মেসেজ, ভয়েস কল দেখতে বা শুনতে পারবে না ৷ ফলে হ্যাকারদের নজর থেকে মেসেজ, টেক্সট, ছবি, ভিডিও, ভয়েস কল ব্যবস্থা সুরক্ষিত রাখা যাবে। সংস্থার ব্লগে একথা জানানো হয়েছে। এছাড়াও আরও একটি পরির্বতন এনেছে হোয়াটসঅ্যাপ ৷ অ্যাপে একটি নতুন অপশন যোগ করা হয়েছে যার মাধ্যমে খুব সহজেই আপনি যাচাই করে নিতে পারবেন যে আপনার ফোনে আসা মেসেজটা কোনও হ্যাকার আপনার বন্ধু সেজে পাঠাচ্ছে কি না ৷ এতদিন গ্রুপে পাঠানো ছবি বা ভিডিও সম্পূর্ণ সুরক্ষিত ছিল না ৷ তবে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর পাঠানো মেসেজ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তবে তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে ৷ নতুন এই সুবিধার জন্য এবার থেকে প্রস্তুতকারক সংস্থাও দেখতে পারবে না আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ। একবার মেসেজটি ডেলিভার হয়ে যাওয়ার পর সার্ভারেও তা সংরক্ষিত থাকবে
হোয়াটসঅ্যাপ মেসেজ ট্র্যাক করতে পারবেন না হোয়াটসঅ্যাপে কর্মরত কোনও কর্মীও। সাইবার ক্রাইম, কোনওরকম জঙ্গি কার্যকলাপ ও হ্যাকারদের নজর বাঁচাতেই এই বদল বলে জানানো হয়েছে সংস্থার তরফে। বিশ্বে কোটি কোটি মানুষ হোয়াটঅ্যাপের মাধ্যমে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখেন। গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এটা খুবই কার্যকরী ভূমিকা নেবে। সম্প্রতি সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-এর তরফে অ্যাপলের কাছে ফোন আনলকের তথ্য চাওয়া হয়েছিল। গ্রাহকদের নিরাপত্তার স্বার্থেই যা দিতে অস্বীকারও করে অ্যাপল। এবার হোয়াটসঅ্যাপের এনক্রিপশন নতুন বিতর্ক তৈরি করতে পারে, মনে করছেন অনেকেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2016 12:35 PM IST