#বেজিং: ডোকলাম নিয়ে আপাতত সমস্যা মিটেছে। তবে সীমান্ত ইস্যুতে নয়াদিল্লি ও বেজিঙের মধ্যে রয়েছে চাপা উত্তেজনা। সীমান্তে স্থায়ী সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে ভারত। এই আবহে বেজিং গেলেন প্রধানমন্ত্রী। উপলক্ষ ব্রিকস সম্মলনে যোগ দেওয়া হলেও, লক্ষ্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। আর এই লক্ষ্যেই সামিটের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি।
দু্'দেশের রাষ্ট্রনেতাদের এই শীর্ষ বৈঠকেই নজর রয়েছে কূটনৈতিক মহলের। এদিকে, গতকাল জিয়ামেনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পাঁচ তারিখ চিন থেকে মায়ানমার যাবেন মোদি।
ব্রিকস বৈঠকে পাকিস্তানি সন্ত্রাসের ব্যাপারে মুখ খুলতে পারেন মোদি ৷ এর আগে একাধিকবার এই বিষয়ে নিয়ে মন্তব্য করায় যে আপত্তি রয়েছে বেজিঙের তা একাধিকবার তারা জানিয়ে দিয়েছে ৷ কিন্তু দিল্লিও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই বিষয় তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, BRICS 2017, BRICS Summit, China President Xi Jinping, Doklam standoff, Narendra Modi, PM Narendra Modi Meets Xi in Xiamen