Lockdown 4.0| বাজার-পরিবহণ ধীরে ধীরে খুলছে, লকডাউন ৪-এ কী কী আশা করা যেতে পারে? জেনে নিন...

Last Updated:

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, গ্রিন জোনগুলিতে একেবারেই লকডাউন তুলে দেওয়া হতে পারে৷ অর্থাত্‍ সব নর্মাল করে দেওয়া হতে পারে৷ আরও ছাড় দেওয়া হতে পারে অরেঞ্জ জোনগুলিতে৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসকে হয়তো সঙ্গে নিয়েই চলতে হবে ভারত-সহ গোটা বিশ্বকে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে লকডাউন ৪.০ হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন৷ সেই মতো কেন্দ্রের গাইডলাইনও তৈরি হয়ে গিয়েছে৷ লকডাউন ৪.০ নতুন রূপে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ সূত্রের খবর, পরবর্তী লকডাউনে গ্রিন জোন ও অরেঞ্জ জোনগুলিতে আরও ছাড় বাড়তে পারে৷ পশ্চিমবঙ্গ সহ বেশির ভাগ রাজ্যই লকডাউন বাড়ানোর প্রস্তাবেই সায় দিয়েছে৷
লকডাউন ৪.০-এ কী কী আশা করা যাচ্ছে?
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, গ্রিন জোনগুলিতে একেবারেই লকডাউন তুলে দেওয়া হতে পারে৷ অর্থাত্‍ সব নর্মাল করে দেওয়া হতে পারে৷ আরও ছাড় দেওয়া হতে পারে অরেঞ্জ জোনগুলিতে৷ রেড জোনগুলিতে সম্পূর্ণ লকডাউন চলবে চতুর্থ পর্যায়েও৷ যদিও স্কুল, কলেজ, শপিংমল, সিনেমা হল বন্ধই থাকবে৷
advertisement
advertisement
সেলুন ও চশমার দোকান খুলতে পারে রেড জোনে৷ তবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চগুলিতে লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷ সে ক্ষেত্রে রাজ্য চাইলে লকডাউন নিয়ম নিজেদের মতো করে তৈরি করতে পারে৷ মিজোরাম সরকার শুক্রবারই ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে৷ সিকিমে কোনও করোনা আক্রান্ত না হলেও, তারা লকডাউন চালানোর পক্ষে৷
advertisement
পরিবহণ
অত্যাবশ্যকীয় পণ্য আদানপ্রদানের জন্য রেল চলবে৷ দেশীয় বিমান পরিবহণও আগামী সপ্তাহ থেকে চালু হতে পারে৷ যদিও বিহার, তামিলনাড়ু ও কর্নাটক ট্রেন ও বিমান চালানোর পক্ষে নয়৷ অন্তত মে মাসের শেষ পর্যন্ত৷
রেড জোনে নন-কন্টেইনমেন্ট জোনে নির্দিষ্ট সংখ্যক লোকাল ট্রেন, বাস ও মেট্রো রেল চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের৷ অটো ও ট্যাক্সি রেড জোনে ছাড় দেওয়া হতে পারে, সে ক্ষেত্রের যাত্রী সংখ্যা নির্দিষ্ট থাকবে৷
advertisement
বাজার
লকডাউন ৪.০-এ কেন্দ্র অরেঞ্জ ও রেড জোনে বাজার খোলার বিষয়ে ছাড় দিতে পারে৷ তবে দিল্লি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, অত্যাবশ্যক নয়, এমন পণ্যের দোকান জোড়-বিজোড় দিনে খোলার নীতি৷ ই-কমার্সে সব জোনেই অনত্যাবশ্যক পণ্য ডেলিভারিতে ছাড় দেওয়া হতে পারে৷ গ্রিন জোন ও অরেঞ্জ জোনে ইতিমধ্যেই অবশ্য ছাড় রয়েছে৷
তবে বাজার সম্পূর্ণ খোলা যাবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির উপরে ছাড়া হয়েছে৷ দিল্লি, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও কেরল চায় অর্থনৈতিক কাজকর্ম শুরু হোক লকডাউন ৪.০-এ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Lockdown 4.0| বাজার-পরিবহণ ধীরে ধীরে খুলছে, লকডাউন ৪-এ কী কী আশা করা যেতে পারে? জেনে নিন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement