করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় কী করণীয়? রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসছেন স্বাস্থ্যমন্ত্রী
- Published by:Rachana Majumder
- Written by:Rajib Chakraborty
Last Updated:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই করোনা সংক্রমণ রোধে প্রতিটি রাজ্যকে নির্দিষ্ট গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। পর্যাপ্ত ওষুধ এবং টিকা মজুত রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন।
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বিকাল সাড়ে তিনটেয় ভার্চুয়ালি এই বৈঠক হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর আজ রাজ্যগুলির সঙ্গে বৈঠক স্বাস্থ্যমন্ত্রীর। করোনার আসন্ন ভ্যারিয়েন্টের মোকাবিলায় রাজ্যগুলির করণীয় সম্পর্কে বার্তা দেবেন তিনি।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, অভ্যন্তরীন জায়গা, বন্ধ এলাকা বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরগুলিতে মাস্ক পরা বাধ্যতামূলক৷ প্রশাসনকে রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। গঙ্গাসাগর মেলায় সতর্কতাও অবলম্বন করতে বলেছেন।
আরও পড়ুন- আজ রানাঘাটে মমতা-অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর, কী বার্তা দেবেন বিরোধী দলনেতা?
করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আটকাতে টেস্ট, ট্র্যাক-এর উপর আস্থা রাখছে মোদি সরকার। বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক-সহ অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মোদি। সেখানেই জনবহুল এলাকায় মাস্ক পরা এবং পরীক্ষার উপর জোর দিতে বলেন। তাঁর পরামর্শ, দ্রুত বুস্টার ডোজ দিতে হবে। বিশেষ করে প্রবীণ এবং অসুস্থ মানুষদের বুস্টার ডোজের ওপর গুরুত্ব দেন তিনি।
advertisement
advertisement
রাজ্যগুলিকে প্রধানমন্ত্রীর পরামর্শ, চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখতে অডিট করতে হবে। হাসপাতাল কর্মী, পিএসইউ অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে ভেন্টিলেশন ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীকে আধিকারিকরা জানান, হাসপাতালে শয্যা-সহ অন্য সমস্ত ধরনের পরিকাঠামো প্রস্তুত রয়েছে। চিন, আমেরিকা, জাপানের মতো দেশগুলিতে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। সংসদের শীতকালীন অধিবেশনে আজ দুই কক্ষে সকলকে মাস্ক পরে আসতে দেখা যায়। লোকসভার স্পিকার ওম বিড়লা সমস্ত সংসদকে মাস্ক পরে আসার নির্দেশ দেন।
advertisement
আরও পড়ুন- ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর সংক্রামক! করোনা নিয়ন্ত্রণে দেশকে 'দুই' পরামর্শ মোদির
গত বুধবারই দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৃহস্পতিবার সংসদে দেশের করোনা পরিস্থিতি এবং করোনা মোকাবিলায় কেন্দ্রের প্রস্তুতি সম্পর্কে বিবৃতিও দেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই করোনা সংক্রমণ রোধে প্রতি রাজ্যকেই নির্দিষ্ট গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। পর্যাপ্ত ওষুধ এবং টিকাও মজুত রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন। এছাড়া, বাজার, ভিড় বাস, ট্রেন, অনুষ্ঠানবাড়ি কিংবা জমায়েতে মাস্ক পরার পরামর্শও দেন মন্ত্রী।
advertisement
রাজীব চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 12:39 PM IST