মাত্র ৬২ বছরেই মৃত্যু! ঠিক কী হয়েছিল 'বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালার!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rakesh Jhunjhunwala: মার্কেট, মৃত্যু, প্রকৃতির ব্যাপারে কেউ আন্দাজ করতে পারে না। বলতেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
#নয়াদিল্লি: ভারতীয় শেয়ার বাজারের বিগ বুল বলা হত তাঁকে। বলতেন, মৃত্যু, মার্কেট আর প্রকৃতির ব্যাপারে কেউ আন্দাজ করতে পারে না। তিনি শেয়ার মার্কেটের আন্দাজ কিছুটা করতে পারতেন। তবে মৃত্যুর আন্দাজ কে-ই বা করতে পেরেছে!
রাকেশ ঝুনঝুনওয়ালা চলে গেলেন ৬২ বছর বয়সে। হঠাত্ করেই চলে গেলেন। কাউকে আন্দাজ করতে দিলেন না। নিজেও হয়তো আন্দাজ করতে পারেননি, এভাবে হঠাত্ করেই চলে যাবেন! ভারতীয় শেয়ার মার্কেটে যেন একটি যুগের অবসান হল!
বেশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রাকেশ ঝুনঝুনওয়ালা ডায়াবেটিক ছিলেন। তবে চিকিত্সকরা বলছেন, কার্ডিয়াক অ্যারেস্ট তাঁর মৃত্যুর কারণ। অ্যাটাকের পর আর সময় দেননি রাকেশ ঝুনঝুনওয়ালা।
advertisement
advertisement
আরও পড়ুন- 'স্বাধীনতা দিবসে নিরাপত্তা নিশ্চিত করুন', প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখে আবেদন ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকীর
রাকেশ ঝুনঝুনওয়ালার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল বলেও জানিয়েছেন তাঁর কয়েকজন ঘনিষ্ঠ। গত কয়েক মাস ধরে নাকি তাঁর ডায়ালিসিস চলছিল। ফলে অনেকটা সময় হাসপাতালে কেটেছিল বিগ বুলের।
রাকেশ ঝুনঝুনওয়ালার পরিবারের তরফে অবশ্য তাঁর মৃত্যুর কারণ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তাঁর মৃত্যু শেয়ার মার্কেট-এর মতোই আনপ্রেডিক্টেবল। সবাইকে অবাক করে দিয়ে চলে গেলেন।
advertisement
৫ হাজার টাকা থেকে শুরু করে ৪৬ হাজার কোটি টাকা রেখে গেলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। নিজর আস্ত সাম্রাজ্য গড়েছিলেন তিনি। সবই পড়ে রইল। তবে রাকেশের ঘনিষ্ঠ অনেকেই বলছেন, ডায়াবেটিসের সমস্যা তাঁকে গত কয়েক বছর ধরে বারবার ভুগিয়েছে।
আরও পড়ুন- Rakesh Jhunjhunwala Death: প্রয়াত 'স্টক কিং', বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা! শোকাহত প্রধানমন্ত্রী মোদি
প্রাণোজ্জ্বল মানুষ ছিলেন। হাজার অসুস্থতার মধ্যেও মজা করার সুযোগ ছাড়তেন না রাকেশ ঝুনঝুনওয়ালা। সব সময় থাকতেন প্রাণবন্ত। মাথা ঠাণ্ডা রেখে বিনিয়োগ করার পরামর্শ দিতেন। বলতেন, কেউ যেন আবেগতাড়িত হয়ে বিনিয়োগ না করে!
advertisement
রাকেশ ঝুনঝুনওয়ালার কিডনির সমস্যা ছিল কি না তা নিয়ে কোনও আপডেট এখনও পাওয়া যায়নি। তবে গত কয়েক মাস ধরেই তিনি সুস্থ ছিলেন না। বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2022 5:26 PM IST