কাশ্মীরে ৩৫এ ধারাও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, ৩৫এ ধারা কী?

Last Updated:
#নয়াদিল্লি: ৩৭০ ধারার পাশাপাশি ৩৫A ধারাও জম্মু-কাশ্মীর থেকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ এ হেন পরিস্থিতিতে জম্মু-কাশ্মীর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা-সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করা হয়েছে৷ জম্মু-কাশ্মীরের ৩৫এ ধারাটি ঠিক কী?
১৯৫৪ সালে ৩৫এ ধারা চালুর সাংবিধানিক নির্দেশ দেন তত্‍‌কালীন দেশের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ৷ নেহরু সরকারের পরামর্শেই ওই ধারা প্রযোজ্য হয় কাশ্মীরে৷ সংসদে বিল আনা হয়৷ জম্মু-কাশ্মীরের প্রশাসনে পঞ্জাবিদের নিয়োগের তীব্র বিরোধিতা শুরু করেন কাশ্মীরি পণ্ডিতরা৷ এই কারণেই, ১৯২৭ সালে একটি আইন এনেছিলেন মহারাজা হরি সিং৷ সেই আইনে কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের কিছু নির্দিষ্ট সুবিধা দেওয়া হয়৷ স্বাধীনতার পরে ১৯৫২ সালে তত্‍‌কালীন প্রধানমন্ত্রী জওহরাল নেহরু ও জম্মু-কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লা দিল্লি চুক্তি সই করেন৷ দিল্লি চুক্তিতে জম্মু-কাশ্মীরের নাগরিকদের কিছু বিশেষ সুবিধায় সম্মতি জানানো হয়৷
advertisement
৩৫এ ধারায় কী বলা হচ্ছে?
advertisement
এই ধারায় জম্মু-কাশ্মীর সরকার কোনও ব্যক্তিকে কাশ্মীরের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার অধিকার রাখে৷ স্থায়ী নাগরিকরা কিছু বিশেষ পান৷ কাশ্মীরের স্থায়ী বাসিন্দারাই জম্মু-কাশ্মীরে জমি বা সম্পত্তি কেনা-বেচা, সরকারি চাকরি ও রাজ্যের স্কলারশিপ পাবেন৷
রাজ্যের বাসিন্দা কোনও মহিলা রাজ্যের বাইরের কাউকে বিয়ে করলে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হন। তাঁর উত্তরাধিকারীদেরও সম্পত্তির উপরে অধিকার থাকে না।
advertisement
কেন্দ্রীয় সরকারের অবস্থান কী?
এনডিএ সরকার জম্মু-কাশ্মীরের জন্য ৩৫এ ধারা চায় না৷ এই আইনের অপব্যবহার করা হচ্ছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে আগেই সতর্ক করেছিল কেন্দ্র৷
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে ৩৫এ ধারাও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, ৩৫এ ধারা কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement