Mukul Roy | Dilip Ghosh: মুকুল রায় নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, তার মাঝে এ কোন ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ?
- Reported by:SHANKU SANTRA
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সংবাদ মাধ্যমের সামনে তিনি অবশ্য দাবি করেছেন, ''বিজেপি করব। দল চাইলে আমাকে দিয়ে কাজ করাতে পারে। পঞ্চায়েত নির্বাচনে কাজ করতে ইচ্ছুক। বাংলায় যা চলছে, তা মোটেই ভাল নয়।'' পাশাপাশি, স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন৷’’
কলকাতা: মুকুল প্রশ্নে অবস্থান তেমন স্পষ্ট করলেন না দিলীপ ঘোষ। তবে মকুল রায়কে যে তিনি আর বিজেপিতে চান না আরও একবার সেই কথা পরিষ্কার করে দিলেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির কথায়, ‘‘রাজ্যে সিপিআইএম নেই। অথচ, মুকুল রায় বলছেন, সিপিআইএম-কে বাড়তে দেওয়া যাবে না। যাঁদের এমএলএ-ই নেই ,এমপি নেই, সেই সিপিআইএমের বিষয়ে তিনি কী করে এটা বলেন?’’ তাই, তাঁকে যে দলে নিলে দলের কোনও লাভ হবে না, সেটা তিনি কিন্তু কার্যত বৃহস্পতির সকালবেলা বুঝিয়ে দেন।
গত কয়েকদিন ধরে মুকুল রায়কে নিয়ে ফের তোলপাড় বঙ্গ রাজনীতিতে৷ হঠাৎ করেই তাঁর নিরুদ্দেশ হয়ে যাওয়া, তারপর দিল্লিতে তাঁর দেখা পাওয়া৷ সব নিয়েই জটিল হয়েছে রাজ্য রাজনীতি৷
advertisement
সংবাদ মাধ্যমের সামনে তিনি অবশ্য দাবি করেছেন, ''বিজেপি করব। দল চাইলে আমাকে দিয়ে কাজ করাতে পারে। পঞ্চায়েত নির্বাচনে কাজ করতে ইচ্ছুক। বাংলায় যা চলছে, তা মোটেই ভাল নয়।''পাশাপাশি, স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন৷’’
advertisement
যদিও এর আগেও মুকুল রায় বেশকিছু বার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, কৃষ্ণনগরে যদি ভোট হয় তাহলে বিজেপি জিতবে। তখনও অস্বস্তিতে পড়েছিল কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুকুল রায় যে অসুস্থ, সেটা বারে বারে এর আগে বিভিন্ন সূত্র মারফত উঠে এসেছে। তবে এবার হঠাৎ করে চলে গিয়ে দিল্লিবাসী মুকুল রায়। আবার যোগ দিতে চাইছেন বিজেপিতে। তাতেই যথেষ্ট বিড়ম্বনায় রয়েছে দিলীপ শিবির।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Apr 20, 2023 9:19 AM IST










