#নয়াদিল্লি: বছর ৯ আগের ঘটনা৷ ২০১০ সাল৷ সোহরাবউদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় গ্রেফতার হয়েছিলেন তত্কালীন গুজরাত মন্ত্রিসভার সদস্য অমিত শাহ৷ তিন মাস জেলে ছিলেন তিনি৷ তখন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম৷ সে বার অমিত শাহকে যখন সিবিআই গাড়িতে তুলে নিয়ে যায়, নিজের গ্রেফতারি নিয়ে তিনি বলেছিলেন, 'ম্যায় সমুন্দর হুঁ৷ লউটকর জরুর আউঙ্গা৷' অর্থাত্, 'আমি সমুদ্র৷ ফিরে আসবোই৷' সে বার গুজরাতে ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা ছিল অমিত শাহের৷ ২০১২ সালে গুজরাতে ঢুকেছিলেন শাহ৷
কাট টু, ২০১৯৷ আইএনএক্স দুর্নীতি মামলায় চিদম্বরমকে গ্রেফতার করল সিবিআই৷ কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ নেটিজেনদের কাছে এই খবর ভাইরাল৷ অনেকের দাবি, মধুর বদলা৷ যদিও, আইনের ক্ষেত্রে বদলা বলে কিছু হয় না৷ ২০১২ সালে গুজরাতে ফিরে অমিত শাহ বলেছিলেন, 'মেরা পানী উতরতা দেখকে কিনারে পর ঘর মত বনা লে না৷ ম্যাঁয় সমন্দর হুঁ, লউটকার জরুর আউঙ্গা৷'
সোহরাব উদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় ২০১০ সালের ২৫ জুলাই অমিত শাহকে গ্রেফতার করে সিবিআই৷ গ্রেফতারির আগে বিজেপি অফিসে প্রেস কনফারেন্স করেছিলেন তিনি৷ সবই যেন একই ঘটনার পুনরাবৃত্তি৷
আরও ভিডিও: চিদম্বরমকে গ্রেফতারের রূদ্ধশ্বাস মুহূর্ত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, INX Media Case, P Chidambaram