Amit Shah: রাজনৈতিক হিংসা, ভোট কারচুপি, অত্যাচার! একগুচ্ছ নালিশ নিয়ে শাহের দরবারে সুকান্ত, হল বৈঠক

Last Updated:

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন ও গণনার দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিকবার ফোন করে খোঁজখবর নিয়েছিলেন অমিত শাহ।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির ফলাফল নিয়ে সন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব৷ নিজেই ট্যুইট করে এদিন সেই বার্তা দিয়েছেন অমিত শাহ৷ ভূয়সী প্রশংসা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ অন্যদিকে, শুক্রবারই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে অমিত শাহের কাছে দরবার করেছেন সুকান্ত৷
শুক্রবার নয়াদিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সূত্রের খবর, ভোটে দলের পরাজয়ের কারণ হিসেবে শাসকদলের সন্ত্রাসকেই দায়ী করে অমিত শাহর কাছে নালিশ ঠুকেছেন সুকান্ত।
পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের সময় থেকে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ– নানান বিষয় নিয়ে শাহী দরবারে হাজির হয়ে নালিশ জানিয়েছিলেন সুকান্ত। ভোটের দিন এবং ফল ঘোষণার পরেও বিজেপির উপরে আক্রমণ করা হচ্ছে বলে অমিত শাহর কাছে অভিযোগ জানান তিনি। তারপর, আজ শুক্রবার রাজ্যের আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতিও অমিত শাহর কাছে তুলে ধরেন সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
আরও পড়ুন: কবে মুষলধারে বৃষ্টি কলকাতায়? জেনে নিন উত্তর থেকে দক্ষিণের লেটেস্ট ওয়েদার আপডেট
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন ও গণনার দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিকবার ফোন করে খোঁজখবর নিয়েছিলেন অমিত শাহ।
সূত্রের খবর, আজ, শুক্রবার অমিত শাহ জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপি যেভাবে লড়াই করেছে, তাতে খুশি। বঙ্গ বিজেপির পাশে থাকার বার্তাও দেন শাহ।
advertisement
advertisement
শাহের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এ নিয়ে ট্যুইট করেন সুকান্ত মজুমদার৷ লেখেন, ‘আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী Amit Shah মহাশয়ের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হওয়া রাজনৈতিক হিংসা, ভোটের কারচুপি, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ও বিজেপি কর্মীদের উপর শাসকদলের অত্যাচার এবং পশ্চিমবঙ্গের বর্তমান আইন ব্যাবস্থা সম্পর্কে জানালাম। পশ্চিমবঙ্গ বিজেপিকে আরও শক্তিশালী করার জন্য ওনার মূল্যবান দিকনির্দেশনা কামনা করলাম।’
advertisement
আরও পড়ুন: ‘পুলিশ প্রশাসনের হাত বেঁধে দিয়েছে!’, নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক অভিষেক, কর্মীদের দেখতে গেলেন SSKM-এ
অন্যদিকে এদিনই, বাংলায় ট্যুইট করে বিজেপির বঙ্গ নেতৃত্বের প্রশংসা করেছেন শাহ৷ লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপি-কে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে৷ যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে৷ এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রী @narendramodi জি-এর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং @DrSukantaBJP, শ্রী @SuvenduWB এবং সকল কার্যকর্তাদের অনেক অভিনন্দন যারা দৃঢ়তার সাথে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন।’
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah: রাজনৈতিক হিংসা, ভোট কারচুপি, অত্যাচার! একগুচ্ছ নালিশ নিয়ে শাহের দরবারে সুকান্ত, হল বৈঠক
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement