Congress TMC alliance in Bengal: তৃণমূলের সঙ্গে জোটে রাজি, হাইকম্যান্ডের কাছে কী শর্ত দিয়ে এলেন অধীররা?

Last Updated:

গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকের পরই এ দিন দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেরা৷

হাইকম্যান্ডের হাতেই সিদ্ধান্ত ছাড়লেন অধীররা৷
হাইকম্যান্ডের হাতেই সিদ্ধান্ত ছাড়লেন অধীররা৷
নয়াদিল্লি: তৃণমূল রাজ্যে ৬ থেকে ৮টি আসন তাদের ছাড়লে বাংলায় জোট নিয়ে আপত্তি নেই প্রদেশ কংগ্রেস নেতাদের৷ তবে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকম্যান্ডের হাতেই ছেড়ে দিয়েছেন প্রদেশ নেতারা৷ এ দিল্লিতে রাহুল গান্ধির উপস্থিতিতে হাইকম্যান্ডর সঙ্গে বৈঠকে এ কথাই জানিয়ে এসেছেন অধীর চৌধুরী সহ প্রদেশ কংগ্রেস নেতারা৷
গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকের পরই এ দিন দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেরা৷ সেই বৈঠকেই প্রদেশ নেতারা বুঝিয়ে দিয়েছেন, বিজেপি-কে হারাতে গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও জোটের পক্ষে তাঁরাও৷ কিন্তু সেই জোট সম্মানজনক হতে হবে বলেও দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা৷
advertisement
advertisement
গতকাল ইন্ডিয়া জোটে বৈঠকের পরেও আসন রফার ফর্মুলা কী হবে, তার দিশা মেলেনি৷ যদিও আসন রফার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে জোটের সমীকরণ আদৌ বের করা সম্ভব কি না, বৈঠকের শেষেও তা নিয়ে মুখ খোলেননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ ফলে বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বেড়েছে৷
advertisement
তবে প্রদেশ কংগ্রেস নেতারা ৬ থেকে ৮টি আসনের দাবি জানালেও তৃণমূল সেই শর্ত মানবে, এমন আশা অতি ক্ষীণ৷ কারণ ইতিমধ্যেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যে খুব বেশি হলে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে পারে শাসক দল৷ এই মুহূর্তে রাজ্যে মাত্র দুটি লোকসভা আসন রয়েছে কংগ্রেসের দখলে৷ তার মধ্যে একটি বহরমপুর এবং অন্যটি মালদহ উত্তর৷ প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, এর বাইরে মুর্শিদাবাদ, পুরুলিয়া, মালদহ দক্ষিণের মতো বেশ কয়েকটি আসনে লড়তে চায় তারা৷ বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, জোট নিয়ে ফের একবার প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে কংগ্রেস হাইকম্যান্ড৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Congress TMC alliance in Bengal: তৃণমূলের সঙ্গে জোটে রাজি, হাইকম্যান্ডের কাছে কী শর্ত দিয়ে এলেন অধীররা?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement