‘কেন্দ্রে সরকার গঠনে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ’: মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:
#কলকাতা: লোকসভা নির্বাচন নিয়ে সরগরম গোটা দেশের রাজনীতি ৷ ইতিমধ্যেই হয়ে গিয়েছে দু’দফা ভোট ৷ দিল্লির দরবারে রাজত্ব কার হবে, তা অবশ্য জানা যাবে ২৩ মে ভোটের ফলাফলে ৷ তবে লোকসভার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোদি-মমতা বিরোধ এখনও তুঙ্গে ৷ সেই বিরোধকে সঙ্গে নিয়ে ফেডারাল সরকার নিয়ে যথেষ্ট আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
লোকসভা নির্বাচনের মুখে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দিলেন, ‘আমি ইউনাইটেড ইন্ডিয়ায় বিশ্বাসী ৷ আমার সবার সঙ্গেই ভালো আলাপ ও যোগাযোগ রয়েছে ৷ এদের মধ্যে থেকেই হয়তো একজন প্রধানমন্ত্রী হবেন ৷ সবাই মিলে যাকে নির্বাচন করা হবে৷ একসঙ্গে মিলে কাজ করাটাই আসল এক্ষেত্রে ৷ তৃণমূল কংগ্রেসের শুরুটা হয়েছিল আঞ্চলিক দল হিসেবে ৷ এখন তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি ৷ সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এই পার্টি গুলোও ন্যাশনাল পার্টি ৷ আমরা প্রত্যেকটি রাজ্য মিলে একসঙ্গে কাজ করব ৷ একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব ৷ এখানে নিজেদের স্বার্থকে একেবারেই দেখা হবে না৷ বরং দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে ৷ দেশের জনগণকে বেশি গুরুত্ব দেওয়া হবে ৷ ’
advertisement
সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘কেন্দ্রে সরকার গঠনে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ ৷ এই সরকারের নির্ণায়ক ভূমিকা থাকবে এই দুই রাজ্যের ৷’
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
‘কেন্দ্রে সরকার গঠনে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ’: মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement