রাত হলেই জঙ্গলে অদ্ভূ শব্দ! আতঙ্কে ছিল স্থানীয়রা, যা উদ্ধার হল, দেখে চক্ষু চড়কগাছ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Weird knocking sound used to come from jungle at night: জঙ্গল থেকে রাত হলেই প্রায়শই আসত নানা ধরনের অদ্ভূত শব্দ। অবশেষে পুলিশের দ্বারস্থ হন স্থানীয়রা। আর পুলিশ গিয়ে অভিযান চালাতেই যা উঠে এল তা দেখে চক্ষু ছানাবড়া সকলের।
জঙ্গল থেকে রাত হলেই প্রায়শই আসত নানা ধরনের অদ্ভূত শব্দ। কিন্তু কোথা থেকে আসত এই শব্দ তা স্থানীয়রা বুঝতে পারত না। কিন্তু লাগাতার এই শব্দে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকাবাসী ও জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাতায়াতকারীরা। অবশেষে পুলিশের দ্বারস্থ হন স্থানীয়রা। আর পুলিশ গিয়ে অভিযান চালাতেই যা উঠে এল তা দেখে চক্ষু ছানাবড়া সকলের।
ঘটনাটি উত্তর প্রদেশের ইটা জেলার। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে জঙ্গলের ভিতরে একটি অবাধ অস্ক্র কারখানার হদিশ পান। টনাস্থল থেকে তিন অবৈধ অস্ত্র চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১০টি পিস্তল, কার্তুজ, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও সরবরাহে ব্যবহৃত একটি বাইক উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েনও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অতীতে অস্ত্র চোরাকারবারিরা অনেক অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে। এই কারখানা যে সকল পিস্তল তৈরি করা হত তা আশপাশের জেলাতে ২০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি করা হত বলেও খবর। আগামী নির্বাচনেও এসব অবৈধ অস্ত্র ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে বলেও আশঙ্কা করা হচ্ছে পুলিশের তরফে। এই ঘটবার সঙ্গে আরও কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
এসএসপি রাজেশ কুমার সিং অস্ত্র কারখানার পর্দাফাঁস করা পুলিশ দলকে উৎসাহিত করার জন্য ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তিনি বলেছেন,”পুলিশ খুব ভাল কাজ করেছে। এটি ইটা জেলা পুলিশের একটি বড় সাফল্য। একটি অস্ত্র কারখানার হদিশ মিলেছে। সেখান থেকে ১০টি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে বন্দুক তৈরির প্রচুর সরঞ্জাম। ধৃতেদের আগেও নানাধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার খোঁজ মিলেছে। গোটা টিমকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2024 12:11 PM IST