Reverse Dowry: আকাশছোঁয়া কন্যাপণ দাবি করে ছাদনাতলাতেই এলেন না কনে, ভেস্তে গেল বিয়ে
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Reverse Dowry: অভিনব এক ঘটনার কথা৷ হায়দরাবাদে একটি বিয়ে ভেঙে গেল পাত্রীর অত্যধিক কন্যাপণের দাবিতে
হায়দরাবাদ : ভারতীয় বিয়ের রীতিতে পণপ্রথা কালো বিন্দু হয়ে দাঁড়িয়েছে বার বার৷ বহু ক্ষেত্রেই বরপণের দাবিতে নষ্ট হয়ে গিয়েছে অনেক মেয়ের জীবন৷ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে সংসার৷ অধিকাংশ ক্ষেত্রেই এই রীতির বলি হন মেয়েরা৷ বরপক্ষের অতিরিক্ত দাবি জারি থাকে এমনকি বিয়ের পরও৷ কিন্তু এ বার ঘটল তার উলটপুরাণ৷ প্রথম সারির সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে অভিনব এক ঘটনার কথা৷ হায়দরাবাদে একটি বিয়ে ভেঙে গেল পাত্রীর অত্যধিক কন্যাপণের দাবিতে৷
ওই প্রতিবেদনে বলা হয়েছে যে বিয়ে ঠিক হওয়ার পর ইতিমধ্যেই পাত্রের পরিবারের তরফে কন্যাপণ দেওয়া হয়েছে৷ কিন্তু পাত্রীর বাড়ির তরফে আরও পণ দাবি করা হয়৷ তাতে সম্মত হয়নি পাত্রপক্ষ৷ শেষ পর্যন্ত বিয়ে বাতিল হয়ে যায়৷
আরও পড়ুন : হিরের গয়না ও পেলব ঘাড়ের রহস্যময় উল্কিতে অস্কার মঞ্চে এলেন, দেখলেন, জয় করলেন মৎস্যকন্যা দীপিকা, রইল অ্যালবাম
হায়দরাবাদের ঘাটকেসর এলাকায় হওয়ার কথা ছিল ওই বিয়ের অনুষ্ঠান৷ ভদ্রাদ্রি কোথাগুড়েম জেলার অশ্বারাপেট গ্রাম থেকে পাত্রীকে নিয়ে বিয়ের জন্য আসে তাঁর পরিবার৷ কিন্তু যে হোটেলে তাঁরা উঠেছিলেন, সেখানেই সুর কাটল৷ পাত্রীপক্ষ সরাসরি জানিয়ে দেয় তাঁরা আরও পণ চান৷ তাঁদের দাবিতে বিয়ের মণ্ডপ ছেড়ে তৎক্ষণাৎ চলে যায় পাত্রপক্ষ৷ ঘটনাস্থলে পুলিশ এসে মধ্যস্থতার চেষ্টাও করে দু’ পক্ষের মধ্যে৷ কিন্তু কোনও লাভ হয়নি৷
advertisement
advertisement
আরও পড়ুন : অস্কার অনুষ্ঠানে দর্শকাসনে বসে কেঁদে ফেললেন দীপিকা, তাঁর চোখে জল এল এই কারণে
পরবর্তীতে পুলিশের তরফে জানানো হয় ‘‘দুই পরিবার নিজেদের মধ্যে কথা বলে বিয়ে খারিজ করে দেয়৷ কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ কাউকে গ্রেফতারও করা হয়নি৷ মনে করা হচ্ছে এই সম্বন্ধে খুশি ছিলেন না পাত্রী৷ তাই তিনি অতিরিক্ত কন্যাপণের দাবি করেন৷ এবং শেষ পর্যন্ত তিনি মণ্ডপেও আসেননি৷’’
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 1:54 PM IST