#নয়াদিল্লি: দ্বিতীয় পর্যায়ে মোদি সরকারের এক বছর পূর্ণ হয়েছে ৷ এরই মাঝে করোনা মোকাবিলায় দেশকে বাঁচাতে কোমর বেঁধে নেমে পড়েছে মোদি সরকার ৷ এরই আবহে Network 18’s editor-in-chief - রাহুল যোশীর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সাক্ষাৎকারে উঠে এল করোনা, এনআরসি, চিন-ভারত সীমান্ত সমস্যার কথাও৷
২৬ দিন পেরিয়ে গেল, চিনের সঙ্গে ভারতের স্ট্যান্ড অফের। তার মধ্যেই ধীরে ধীরে সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা। দেখা যাচ্ছে, প্রায় প্রতিদিন গালওয়ান উপত্যকায় কাশ্মীর থেকে লাদাখে আসছেন ভারতীয় সেনা জওয়ানরা।
করোনা আবহের মধ্যেই চিন-ভারত সীমান্ত সমস্যা নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ দেশের রাজনৈতিক ক্ষেত্রে ৷ Network 18’s editor-in-chief - রাহুল যোশীর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, ‘দেশের সীমান্ত সমস্যা নিয়ে কোনওরকম সমঝোতা করতে নারাজ মোদি সরকার ৷ নর্থ সিকিম ও এলএসি-তে যে চিনকে নিয়ে সমস্যা চলছে, তা নিয়ে প্রতিনিয়ত কথা চলছে সেনাবাহিনী ও কূটনীতিকদের সঙ্গে ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, News18, Rahul Joshi