Waynad landslide update: ওয়ানাডের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮৯! বিজয়নের সঙ্গে কথা মোদির, কাল যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেরল সরকারকে উদ্ধারকাজে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
ওয়ানাড: কেরলের ওয়ানাডে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৯৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই ধস নামে৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অধিকাংশ মানুষের৷ মৃতদের মধ্যে অনেক শিশু এবং মহি্লাও রয়েছে৷ ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)৷ এ ছাড়াও উদ্ধারকাজে সাহায্য করছে সেনাবাহিনী৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা কপ্টারও৷
মাটির নীচে মানুষ চাপা পড়ে আছে কি না তা খুঁজে বের করতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ওয়ানাডে নিয়ে যাওয়া হচ্ছে৷
advertisement
advertisement
এই বিপর্যয়ের পর কেরলে দু দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে৷
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেরল সরকারকে উদ্ধারকাজে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ আগামিকালই ওয়ানাড যাচ্ছেন রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি৷ কেরলের মুখ্যমন্ত্রী এবং ওয়ানাডের জেলাশাসকের সঙ্গেও কথা বলেছেন রাহুল গান্ধি৷ মৃতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর৷
advertisement
এই পরিস্থিতির মধ্যেই কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ কেরলের আটটি জেলায় অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর৷ এই আটটি জেলার মধ্যে রয়েছে ওয়ানাডও৷ ফলে উদ্ধারকাজের মধ্যেই নতুন করে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 5:18 PM IST