Waynad landslide update: ওয়ানাডের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮৯! বিজয়নের সঙ্গে কথা মোদির, কাল যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা

Last Updated:

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেরল সরকারকে উদ্ধারকাজে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷

ধসে বিপর্যস্ত ওয়ানাডের পার্বত্য এলাকা৷ ছবি- পিটিআই
ধসে বিপর্যস্ত ওয়ানাডের পার্বত্য এলাকা৷ ছবি- পিটিআই
ওয়ানাড: কেরলের ওয়ানাডে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৯৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই ধস নামে৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অধিকাংশ মানুষের৷ মৃতদের মধ্যে অনেক শিশু এবং মহি্লাও রয়েছে৷ ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)৷ এ ছাড়াও উদ্ধারকাজে সাহায্য করছে সেনাবাহিনী৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা কপ্টারও৷
মাটির নীচে মানুষ চাপা পড়ে আছে কি না তা খুঁজে বের করতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ওয়ানাডে নিয়ে যাওয়া হচ্ছে৷
advertisement
advertisement
এই বিপর্যয়ের পর কেরলে দু দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে৷
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেরল সরকারকে উদ্ধারকাজে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ আগামিকালই ওয়ানাড যাচ্ছেন রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি৷ কেরলের মুখ্যমন্ত্রী এবং ওয়ানাডের জেলাশাসকের সঙ্গেও কথা বলেছেন রাহুল গান্ধি৷ মৃতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর৷
advertisement
এই পরিস্থিতির মধ্যেই কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ কেরলের আটটি জেলায় অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর৷ এই আটটি জেলার মধ্যে রয়েছে ওয়ানাডও৷ ফলে উদ্ধারকাজের মধ্যেই নতুন করে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Waynad landslide update: ওয়ানাডের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮৯! বিজয়নের সঙ্গে কথা মোদির, কাল যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement