WAVES 2025: '' আর বেশি দেরি নেই, যখন ভারত গোটা বিশ্বের বিনোদনের কেন্দ্র হবে'', WAVES সামিট-এ মুকেশ আম্বানি

Last Updated:

বৃহস্পতিবার Jio ওয়ার্ল্ড সেন্টার-এ শুরু হয়েছে World Audio Visual Entertainment Summit (WAVES) 2025-এর

Mukesh Ambani
Mukesh Ambani
মুম্বই: বৃহস্পতিবার Jio ওয়ার্ল্ড সেন্টার-এ শুরু হয়েছে World Audio Visual Entertainment Summit (WAVES) 2025-এর। সূচনা অনুষ্ঠানে রিলায়ান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, ”বিনোদন জগতের সৃষ্টিশীল মানুষদের সঙ্গে এই অনুষ্ঠানে শামিল হতে পেরে আমি খুবই গর্বিত, সম্মানিত। WAVES সামিটে আপনাদের সবার সঙ্গে ফের কথা বলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। মুম্বই ভারতের বিনোদন দুনিয়ার মূল কেন্দ্র! আর বেশি দেরি নেই, যখন ভারত গোটা বিশ্বের বিনোদনের কেন্দ্র হবে।”
World Audio Visual Entertainment Summit (WAVES) 2025-এর সূচনা অনুষ্ঠানে মুকেশ আম্বানি বলেন, ” ভারত থেকে পরবর্তী বিশ্বব্যাপী ‘বিনোদন বিপ্লব’ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আজ আমি কেবল একজন উদ্যোক্তা হিসেবে নয়, একজন গভীরভাবে বিশ্বাসী মানুষ হিসেবে কথা বলছি—যিনি বিনোদনের শক্তি এবং ভারতের অসীম সৃজনশীলতার উপর আস্থা রাখেন।”
মুকেশ আম্বানির কথায়, ”সিনেমা, থিয়েটার, টিভি প্রোগ্রাম, সঙ্গীত, নাটক এবং সাহিত্য—এই ধরণের সৃজনশীল শিল্পের পণ্যসমূহ অন্যান্য শিল্পের তুলনায় গুণগতভাবে আলাদা। অন্যান্য শিল্প উপকরণ এবং পরিষেবা তৈরি করে, যা অবশ্যই মানব জীবনের মৌলিক চাহিদা পূরণে অপরিহার্য। কিন্তু সেগুলি একবার ব্যবহার হয়ে গেলে, শেষ। অন্যদিকে, সৃজনশীল শিল্পের পণ্য দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, কারণ তারা আমাদের মন, হৃদয় এবং আত্মাকে স্পর্শ করে। তারা আমাদের আবেগের সঙ্গে কথা বলে, চিন্তাভাবনাকে জাগ্রত করে, আমাদের সৌন্দর্য উপভোগ করতে শেখায়, আমাদের অতীতের মুখোমুখি দাঁড় করায় এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আঁকে। এমনকি আমাদের আধ্যাত্মিক সত্তাকেও জাগিয়ে তোলে। সংক্ষেপে বললে, তারা মানব জীবনের নাট্যকথাকে সব রঙে ও ছায়ায় আলোকিত করে তোলে।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
WAVES 2025: '' আর বেশি দেরি নেই, যখন ভারত গোটা বিশ্বের বিনোদনের কেন্দ্র হবে'', WAVES সামিট-এ মুকেশ আম্বানি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement