Faridabad Viral Video: ফরিদাবাদ মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা তরুণীর! তারপর কী হল? দেখুন ভিডিয়ো...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Faridabad Viral Video: ঘটনাটি ঘটেছে শনিবার, দিল্লির ফরিদাবাদ সেক্টর-২৮ মেট্রো স্টেশনে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেট্রো স্টেশনের কার্নিশের উপর উঠে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন ওই মহিলা।
ঘটনাটি ঘটেছে শনিবার, দিল্লির ফরিদাবাদ সেক্টর-২৮ মেট্রো স্টেশনে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেট্রো স্টেশনের কার্নিশের উপর উঠে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন ওই মহিলা। তিনি আত্মহত্যা করতে উদ্যত হয়েছেন। ঠিক সেই সময় পুলিশকর্মীদের মধ্যে একজন জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়েন সেই কার্নিশে। ধীর পায়ে এগিয়ে গিয়ে তুলে আনেন মহিলাকে। স্টেশনের ধারের রেলিং থেকে হাত বাড়িয়ে ওই পুলিশকর্মীকে সাহায্য করতে দেখা যায় অন্য সিআরপিএফ কর্মীদেও।
advertisement
ऐसा #फ़िल्मों में भी नहीं होता।
जान देने पर अमादा #लड़की को जान हथेली पर रख कर बचाया। जाँबाज़ #पुलिस कर्मी को बधाई। #कहो_ना_कहो pic.twitter.com/sPZ5bjkZOm — People’s Police - Faridabad Police (@FBDPolice) July 24, 2021
advertisement
পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা দিল্লির বাসিন্দা, সাই এক্সপোর্ট কোম্পানি নামে একটি সংস্থায় কাজ করেন। কিন্তু কর্মক্ষেত্রে তিনি নানারকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মানসিক অবসাদের কারণে আত্মঘাতী হতে উদ্যত হয়েছিলেন বলে তিনি জানিয়েছেন পুলিশকে। ঘটনার পর ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফ থেকে। বিস্তারিত কথা বলা হয়। মানসিক সমস্যা দূর করতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়েও পুলিশের তরফ থেকে পরামর্শ দেওয়া হয় ওই মহিলাকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2021 7:35 PM IST