#দ্বারভাঙা: সাপ শব্দটা শুনলেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের তৈরি করে ৷ তাও আবার যদি বাড়ির মধ্যে থেকে সাপ পাওয়া যায় তাহলে ভয়ের আবহও মারাত্মক হয়ে যায় নিঃসন্দেহে ৷
এরকমই এক ঘটনায় কথা সামনে এনেছেন দ্বারভাঙার এক ব্যক্তি ৷ তিনি তাঁর বাড়িতে সাপ বাস করছে জেনে এক সাপুড়েকে ডেকে আনে ৷তাকে শঙ্করপুর থেকে ডেকে আনা হয় ৷ সে এসে সাপ উদ্ধার করতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় ৷ একটি বিষধর সাপিনী একাই বাস করছিল তা নয় ৷ তার সঙ্গে ছোট বাচ্চারাও ছিল ৷ আর কটা বাচ্চা সাপ ছিল সেটা শুনলেও শিউড়ে উঠতে হবে ৷ তা হল ৩৪ টি ৷ বাড়ির উঠোনের টাইলসের নিচে লুকিয়ে ছিল সাপগুলি ৷ দেখে নিন সেই শিউড়ে ওঠার মতো ছবি ৷
#VIDEO : दरभंगा में एक घर से मिले सांप, वन विभाग की टीम ने पकड़ा https://t.co/0pyFG3lixR#IndiaFightsCOVID19 #TotalLockdown #StayHome pic.twitter.com/TbuxNqrJXt
— News18 Bihar (@News18Bihar) May 20, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bihar, Snake, Snake Video