পিকনিকে ব্যস্ত জনতা, হঠাৎই হামলা দামাল হাতির, দেখুন ভয়ানক ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দামাল হাতির হামলায় ভীত মানুষ
#ময়ূরভঞ্জ : বাংরিপোশি গ্রামের একটি পিকনিক স্পটে পিকনিকের আনন্দ মেতেছিলেন মানুষজন , কিন্তু তখনও সামাণ্যতম আন্দাজ কারোরই ছিল না ঠিক কতবড় বিপদ অপেক্ষা করে রয়েছে ৷ ময়ূরভঞ্জের সীতকুণ্ডের কাছেই এই পিকনিকস্পট ছিল ৷ যা ভীষণই জনপ্রিয় ৷ সেখানই হঠাৎ হামলা করে হাতি !
হাতি পাগলের মতো তেড়ে আসে পিকনিক স্পটে হাজির থাকা মানুষদের দিকে ৷ সিমলিপাল টাইগার রিজার্ভের গায়ে লাগোয়া এই স্পটে হামলা চালায় যে সে অবশ্য মোটেই বুনো হাতি নয় ৷ ট্রেনড হাতি এরকম ভাবে হামলা করতে পারে দেখে হতচকিত হয়ে পড়েন সকলেই ৷ এদিকে তার তাড়া খেয়ে যখন সব মানুষ এদিক-ওদিক ছুটছে তখন সে হাতি যার নাম বাবলু সে খাওয়া দাওয়া শুরু করে দেয় ৷ পিকনিকে আসা মানুষজন যে খাবাক রান্না করেছিলেন সেগুলি নষ্ট করে ৷ আনাজপত্র খেতে শুরু করে সে ৷ তার যে মাহুত সেও নীরব দর্শক হয়েই সমস্ত কিছু দেখছিল ৷ তিনি হাতির শিকলগুলি টেনে তাকে আয়ত্তে আনার চেষ্টা করেন কিন্তু তাও কাজে আসে না ৷ এদিকে এদিক-ওদিক ছুটতে গিয়ে মানুষজন পড়ে আহতও হন ৷দেখে নিন সেই লাগাম ছাড়া হাতির দাপটে কীভাবে দিশেহারা হলেন মানুষ ৷
advertisement
advertisement
এদিকে আরও এক জায়গায় হাতির হানায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ বাংরিপোশির গোসানিপালা গ্রামে এই ঘটনা ঘটেছে ৷ ভোরবেলা যখন দৈনন্দিন কাজ করছিলেন তখন এই ঘটনা ঘটে৷ মৃতার নাম স্নেহলতা শেঠি ৷ বন্য হাতি তাঁকে মাড়িয়ে দিয়ে চলে যায় ৷ স্থানীয় মানুষরা মৃতদেহ দেখতে পাওয়ার পর বন দফতরে খবর দেয় ৷ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেন বন দফতরের কর্মীরা ৷ বাংরিপোশি এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফলে এভাবে হাতির হানার ঘটনায় প্রশ্ন উঠেই যাচ্ছে ৷
advertisement
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2019 9:26 PM IST