corona virus btn
corona virus btn
Loading

বিয়ের কার্ডে অতিথিদের জন্য যে ফতোয়া জারি করলেন পাত্র, তা জানলে অবাক হয়ে যাবেন !

বিয়ের কার্ডে অতিথিদের জন্য যে ফতোয়া জারি করলেন পাত্র, তা জানলে অবাক হয়ে যাবেন !
এই সেই বিয়ের কার্ড

‘‘ বিয়েতে আসতে হলে এসো, নাহলে না এসো ৷ কিন্তু কোনওপ্রকার মদ খাওয়া বা ফায়ারিং করা যাবে না ৷ ’’

  • Share this:

#মিরাট: বিয়ের নিমন্ত্রণ কার্ডের তলায় বড়জোর লেখা থাকে, ‘কোনওপ্রকার উপহার আনিবেন না’ ৷ কিন্তু কার্ডে নিমন্ত্রিতদের সতর্ক করা হয়েছে, এমন ঘটনা শুনেছেন কখনও ? উত্তর প্রদেশে ঠিক এমন ঘটনাই ঘটেছে ৷ যেখানে নিজের বিয়ের নিমন্ত্রণ কার্ডে পাত্র তাঁর আত্মীয়স্বজন এবং বন্ধবান্ধবদের উদ্দেশ্যে স্পষ্ট লিখে দিয়েছেন, ‘‘ বিয়েতে আসতে হলে এসো, নাহলে না এসো ৷ কিন্তু কোনওপ্রকার মদ খাওয়া বা ফায়ারিং করা যাবে না ৷ ’’

সম্প্রতি পঞ্জাবের ভাতিণ্ডায় এক বিয়ের অনুষ্ঠানে স্টেজে নর্তকীর কাছে যেতে বাধা দেওয়ার জন্য তার উপর গুলি চালায় এক ব্যক্তি ৷ সেই গুলি চালনার ঘটনায় তৎক্ষণাৎই মৃত্যু হয় ওই নর্তকীর ৷ যে ব্যক্তি গুলি চালিয়েছিল বলে অভিযোগ, তিনি মদের নেশায় মত্ত ছিলেন বলে জানা গিয়েছে ৷ উত্তর ভারতে বিয়ের অনুষ্ঠানে ওপেন ফায়ারিং করা বা মদ খাওয়ার রেওয়াজ যুগ যুগ ধরে চলছে ৷ এর ফলে ছোট থেকে বড় দুর্ঘটনা বিভিন্ন সময় ঘটেছে এদেশে ৷ কিন্তু তাতেও টনক নড়েনি সরকার বা প্রশাসনের ৷ এখনও বিয়েতে শূন্যে গুলি চালানো বা মদ খাওয়াটা কমেনি ৷ পাত্র সুভাষ কাশ্যপ যে এসব ব্যাপারে যথেষ্ট কড়া, তা স্পষ্ট করে দিয়েছেন ৷ বিয়ের কার্ডে সাফ লিখে দিয়েছেন, যে বিয়েতে কোনওরকম উচ্ছৃঙ্খলতা বরদাস্ত তিনি বা তাঁর পরিবার করবে না ৷ আগামী ৮ ডিসেম্বর বিয়ে হতে চলেছে অবসরপ্রাপ্ত এই সেনা জওয়ান সুভাষ কাশ্যপ ৷ ‘বেটি বাচাও, বেটি পড়াও’, ‘কাশ্যপ জাগৃতি চেতনা’-র মতো বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছেন ৷ নিজের বিয়েতে তাই এই কড়া ফতোয়া জারি করলেন  সুভাষ ৷

First published: December 6, 2016, 8:39 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर