বিয়ের কার্ডে অতিথিদের জন্য যে ফতোয়া জারি করলেন পাত্র, তা জানলে অবাক হয়ে যাবেন !

Last Updated:

‘‘ বিয়েতে আসতে হলে এসো, নাহলে না এসো ৷ কিন্তু কোনওপ্রকার মদ খাওয়া বা ফায়ারিং করা যাবে না ৷ ’’

#মিরাট: বিয়ের নিমন্ত্রণ কার্ডের তলায় বড়জোর লেখা থাকে, ‘কোনওপ্রকার উপহার আনিবেন না’ ৷ কিন্তু কার্ডে নিমন্ত্রিতদের সতর্ক করা হয়েছে, এমন ঘটনা শুনেছেন কখনও ? উত্তর প্রদেশে ঠিক এমন ঘটনাই ঘটেছে ৷ যেখানে নিজের বিয়ের নিমন্ত্রণ কার্ডে পাত্র তাঁর আত্মীয়স্বজন এবং বন্ধবান্ধবদের উদ্দেশ্যে স্পষ্ট লিখে দিয়েছেন, ‘‘ বিয়েতে আসতে হলে এসো, নাহলে না এসো ৷ কিন্তু কোনওপ্রকার মদ খাওয়া বা ফায়ারিং করা যাবে না ৷ ’’
সম্প্রতি পঞ্জাবের ভাতিণ্ডায় এক বিয়ের অনুষ্ঠানে স্টেজে নর্তকীর কাছে যেতে বাধা দেওয়ার জন্য তার উপর গুলি চালায় এক ব্যক্তি ৷ সেই গুলি চালনার ঘটনায় তৎক্ষণাৎই মৃত্যু হয় ওই নর্তকীর ৷ যে ব্যক্তি গুলি চালিয়েছিল বলে অভিযোগ, তিনি মদের নেশায় মত্ত ছিলেন বলে জানা গিয়েছে ৷ উত্তর ভারতে বিয়ের অনুষ্ঠানে ওপেন ফায়ারিং করা বা মদ খাওয়ার রেওয়াজ যুগ যুগ ধরে চলছে ৷ এর ফলে ছোট থেকে বড় দুর্ঘটনা বিভিন্ন সময় ঘটেছে এদেশে ৷ কিন্তু তাতেও টনক নড়েনি সরকার বা প্রশাসনের ৷ এখনও বিয়েতে শূন্যে গুলি চালানো বা মদ খাওয়াটা কমেনি ৷ পাত্র সুভাষ কাশ্যপ যে এসব ব্যাপারে যথেষ্ট কড়া, তা স্পষ্ট করে দিয়েছেন ৷ বিয়ের কার্ডে সাফ লিখে দিয়েছেন, যে বিয়েতে কোনওরকম উচ্ছৃঙ্খলতা বরদাস্ত তিনি বা তাঁর পরিবার করবে না ৷ আগামী ৮ ডিসেম্বর বিয়ে হতে চলেছে অবসরপ্রাপ্ত এই সেনা জওয়ান সুভাষ কাশ্যপ ৷ ‘বেটি বাচাও, বেটি পড়াও’, ‘কাশ্যপ জাগৃতি চেতনা’-র মতো বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছেন ৷ নিজের বিয়েতে তাই এই কড়া ফতোয়া জারি করলেন  সুভাষ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিয়ের কার্ডে অতিথিদের জন্য যে ফতোয়া জারি করলেন পাত্র, তা জানলে অবাক হয়ে যাবেন !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement