দেশে রয়েছে আরও দুটি ভাষা, সন্ধান দিল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় !
Last Updated:
ভারত বৈচিত্রের দেশ ৷ আর তার মধ্যেই রয়েছে ঐক্য ৷ গোটা দেশের নানা কোণায়, নানা প্রান্তের আলাদা সংস্কৃতি, আলাদা ভাষা ৷ আর এবার সেই বৈচিত্রেই নতুন রং নিয়ে এল আরও দুটি নতুন ভাষা !
#হায়দরাবাদ: ভারত বৈচিত্রের দেশ ৷ আর তার মধ্যেই রয়েছে ঐক্য ৷ গোটা দেশের নানা কোণায়, নানা প্রান্তের আলাদা সংস্কৃতি, আলাদা ভাষা ৷ আর এবার সেই বৈচিত্রেই নতুন রং নিয়ে এল আরও দুটি নতুন ভাষা ! হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পঞ্চানন মোহান্তি খোঁজ দিলেন দেশের নতুন দুই ভাষার ৷ এই দুটি নতুন ভাষা হল, ‘ওয়ালমিকি’ ও ‘মালহার’ !
আমেরিকার ফাউন্ডেশন ফর এনডানজারড ল্যাঙ্গুয়েজের ওপর আয়োজিত একটি কনাফরেন্সে এই বিষয়ে একটি পেপার প্রকাশ করেন অধ্যাপক পঞ্চানন ৷ এই কনফারেন্সেই তিনি জানান, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দুটি ছোট জনগোষ্ঠী এই দুই ভাষায় মূলত কথা বলে ৷ ওড়িশার কোরাপুট ও ওড়িশার সীমান্ত লাগোয়া অন্ধ্রপ্রদেশের কয়েকটি জেলায় এই ভাষা প্রচলিত ৷
অধ্যাপক তাঁর পেপারে জানিয়েছেন, যে জনগোষ্ঠী ওয়ালমিকি ভাষায় কথা বলেন তাঁরা নিজেদের রামায়ণের রচয়িতা আদি কবি বাল্মিকির উত্তরসূরী বলে দাবি করেন ৷ অন্যদিকে, মালহার ভাষাটি ভুবনেশ্বরের প্রত্যন্ত গ্রামে থাকা মানুষজন ব্যবহার করে থাকেন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2018 4:37 PM IST