দেশে রয়েছে আরও দুটি ভাষা, সন্ধান দিল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় !

Last Updated:

ভারত বৈচিত্রের দেশ ৷ আর তার মধ্যেই রয়েছে ঐক্য ৷ গোটা দেশের নানা কোণায়, নানা প্রান্তের আলাদা সংস্কৃতি, আলাদা ভাষা ৷ আর এবার সেই বৈচিত্রেই নতুন রং নিয়ে এল আরও দুটি নতুন ভাষা !

 #হায়দরাবাদ: ভারত বৈচিত্রের দেশ ৷ আর তার মধ্যেই রয়েছে ঐক্য ৷ গোটা দেশের নানা কোণায়, নানা প্রান্তের আলাদা সংস্কৃতি, আলাদা ভাষা ৷ আর এবার সেই বৈচিত্রেই নতুন রং নিয়ে এল আরও দুটি নতুন ভাষা ! হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পঞ্চানন মোহান্তি খোঁজ দিলেন দেশের নতুন দুই ভাষার ৷ এই দুটি নতুন ভাষা হল, ‘ওয়ালমিকি’ ও ‘মালহার’ !
আমেরিকার ফাউন্ডেশন ফর এনডানজারড ল্যাঙ্গুয়েজের ওপর আয়োজিত একটি কনাফরেন্সে এই বিষয়ে একটি পেপার প্রকাশ করেন অধ্যাপক পঞ্চানন ৷ এই কনফারেন্সেই তিনি জানান, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দুটি ছোট জনগোষ্ঠী এই দুই ভাষায় মূলত কথা বলে ৷ ওড়িশার কোরাপুট ও ওড়িশার সীমান্ত লাগোয়া অন্ধ্রপ্রদেশের কয়েকটি জেলায় এই ভাষা প্রচলিত ৷
অধ্যাপক তাঁর পেপারে জানিয়েছেন, যে জনগোষ্ঠী ওয়ালমিকি ভাষায় কথা বলেন তাঁরা নিজেদের রামায়ণের রচয়িতা আদি কবি বাল্মিকির উত্তরসূরী বলে দাবি করেন ৷ অন্যদিকে, মালহার ভাষাটি ভুবনেশ্বরের প্রত্যন্ত গ্রামে থাকা মানুষজন ব্যবহার করে থাকেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশে রয়েছে আরও দুটি ভাষা, সন্ধান দিল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় !
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement